সন্তোষপুর ত্রিকোণ পার্ক পুজোর এবার সত্তর বছর ! এবারের থিম বিস্মৃতি
Last Updated:
হ্যারিকেন, টাইপরাইটার, গ্রামোফোন যারা শুধু ছবিতে দেখেছে, তারা নতুন করে চিনবে ত্রিকোণ পার্কে গিয়ে
#সন্তোষপুর: সময় পেরিয়ে যায়। পছন্দের জিনিসগুলোও চলে যায় স্মৃতির আড়ালে। কিন্তু মুহূর্তগুলো থেকে যায়। ভুলে যাওয়া জিনিসগুলো দেখলে মনে পড়ে যায় মুহূর্তগুলো। মুহূর্তরা তাই মুহূর্তের কাছে ঋণী। এবার সন্তোষপুর ত্রিকোণ পার্কের মণ্ডপ ভুলে যাওয়া সব জিনিসকে মনে করাবে। হারানো মুহূর্তগুলোও যাতে ফিরে আসে। সে এক হ্যারিকেন সন্ধে ছিল.. লোডশেডিংয়ের অন্ধকারে আলোর সঙ্গে কাটাকুটি খেলা হত। আর.. দুলে দুলে মুখস্থ হত পড়া। গ্রামোফোনের গানে দুপুরের ভাতঘুম জমে যেত... অলস বিকেলটা চাঙ্গা হয়ে যেত গ্রামোফোনের গুনগুনে। কতশত দরখাস্ত কথা বলত টাইপরাইটারের শব্দে..
এইসব এক্কাদোক্কা প্রহরগুলো আর নেই.. আমরা বড় হয়ে গেছি। ছোট হয়ে গিয়েছে ফেলে আসা দিনগুলো। বিস্মৃতির আড়াল থেকে তারা মাঝেমাঝে উঁকি মারে। পুজোয় সন্তোষপুর ত্রিকোণ পার্কে গেলে ভুলে যাওয়া সময়গুলো মনে পড়বে। পুজোর এবার সত্তর বছর। এবারের থিম বিস্মৃতি। শিল্পী বলছেন, সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে অনেক জিনিস। জিনিসগুলো মনে পড়লেই জাপটে ধরবে বেঁধে থাকা অতীত মুহূর্তগুলো। এখন যে কৈশোরে তার কাছে নস্টালজিয়া যেরকম, তার সঙ্গে বার্ধক্যের নস্টালজিয়ার কোনও মিল নেই। নস্টালজিয়া একেকজনের কাছে একেকরকম। হ্যারিকেন, টাইপরাইটার, গ্রামোফোন যারা শুধু ছবিতে দেখেছে, তারা নতুন করে চিনবে ত্রিকোণ পার্কে গিয়ে। এগুলো দিয়েই এবার সাজানো হচ্ছে ত্রিকোণ পার্কের মণ্ডপ।
view commentsLocation :
First Published :
September 12, 2019 11:35 PM IST

