corona virus btn
corona virus btn
Loading

মুখোশের মুখে হাসি, মণ্ডপ সাজাতে মুখোশের কদর, কলকাতার মণ্ডপ থেকে বায়না

মুখোশের মুখে হাসি, মণ্ডপ সাজাতে মুখোশের কদর,  কলকাতার মণ্ডপ থেকে বায়না
Photo- Video Grab

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি বাঁচে মুখোশ নিয়ে

  • Share this:

#রায়গঞ্জ: সে এক মুখোশের দেশ। মুখোশের দেশে এখন চরম ব্যস্ততা। মণ্ডপ সাজাতে বাঁশ ও কাঠের তৈরি মুখোশের চাহিদা থাকে। কলকাতার পুজো উদ্যোক্তারা বায়না করেছেন। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির মুখোশ শিল্পীরা ব্যস্ত পুজোর কাজে।

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি বাঁচে মুখোশ নিয়ে। এখানকার মুখোশ শিল্পের কদর বিশ্বজোড়া। স্থানীয় ভাষায় মুখোশের আদুরে নাম মুখা। পুজো এলেই মুখা শিল্পীদের আরও ব্যস্ততা বাড়ে।

প্রতিবার কলকাতা বা অন্য জেলার বিগ বাজেটের পুজো মণ্ডপ কুশমণ্ডির শিল্পীদের তৈরি মুখোশে সাজে। এবারেও তাই। অসমের করোলি বাঁশ ও কাঠ দিয়ে মুখোশ ও অন্য হাতের কাজ করছেন শিল্পীরা। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী শিল্প ভাবনা ফুটিয়ে তুলছেন উষাহরণের বৈশ্যপাড়া ও মহিষবাথানের শিল্পীরা। কোথাও বাঁশ পুড়িয়ে নকশা কেটে থিম ভাবনা। কোথাও আবার রাক্ষসের মুখোশের জাঁকজমক। পুজো এলেই তাই বাড়তি উপার্জনের আশা। বাড়তি কাজের চাপ।

ভোটের সময় বা বিভিন্ন মেলায় মুখোশের চাহিদা বাড়ে। তখন মুখোশ শিল্পীদের পোয়া বারো। আর পুজোর কাজ পেয়ে গেলেই সোনায় সোহাগা। উৎসবে তাই হাসছে মুখোশ।

First published: September 17, 2019, 9:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर