পুজোয় দেখা করে আসুন পাহাড়ি ভূতের সঙ্গে ! রইলো ভূতের বাড়ির হদিশ

Last Updated:

শোনা যায় সন্ধের পর এখানে ভূত দেখা যায়। ভূতের বাড়ি ছাড়াও রয়েছে আরও অনেক কিছু দেখার।

#শিলিগুড়ি: পুজোয় পাহাড়ে যাচ্ছেন ? হাতে সময় থাকলে একটু ভূতের বাড়িটা ঘুরে আসতে পারেন। কোথায় যাবেন ? কী ভাবে যাবেন ? সে সব জানবেন। পুজোর গন্ধ মাখা পূজাবার্ষিকী মানে আজও ভূতের গল্পের খোঁজ। সূচিপত্র দেখে এখনও গব গব করে গিলে ফেলা। শোনা যাচ্ছে গল্পের মতোই এক ভূতের বাড়ি আছে পাহাড়ে। তাই শিলিগুড়ি থেকে চলে যান কার্শিয়ং।
জায়গাটার নাম তিনমাইল। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার। বাগডোগরা থেকে আরও পাঁচ কিলোমিটার বেশি। বড়ই নিঝুম পথ। মাথা উচু করে দাঁড়িয়ে পাইনের সার। ভূতের বাড়ির কথা জানতে চাইলেই লোকাল লোক দেখিয়ে দেবে ইডেনলা হোম স্টে’কে। ডাউহিল-বাগোরা রোড ধরে চলে যান ওয়াংচুক ভুটিয়ার বাড়ির ঠিকানায়। না, এই বাড়ি ভূতের নয়। তবে এখানে থাকতে পারবেন আপনি। এখানকার মানুষের থেকে ভূতের বাড়ির গল্প শুনে নিতে পারবেন। তারপর বেড়িয়ে পড়ুন ভূতের বাড়ির উদ্দেশে। কার্শিয়ঙের পুরোন ইস্কুল পাড়া বলেই পরিচিত এই  তিনমাইল এলাকা। এখানেই আছে ভূতের বাড়ি। শোনা যায় সন্ধের পর এখানে ভূত দেখা যায়। ভূতের বাড়ি ছাড়াও রয়েছে আরও অনেক কিছু দেখার।
advertisement
হোম স্টে’র মাথাপিছু খরচ এক হাজার পঞ্চাশ টাকা। স্থানীয় নেপালি রান্নার সঙ্গে আপনার পাতে পড়তে পারে দিশি মুরগীর ঝোল। ইডেনলা হোম স্টে-তে যোগাযোগের নম্বর - 876930462/9749943769 তাই দেরি না করে এবার পুজোয় দেখা করেই আসুন ভূতেদের সঙ্গে ! নিরিবিলিতে সময়ও কাটবে বেশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
পুজোয় দেখা করে আসুন পাহাড়ি ভূতের সঙ্গে ! রইলো ভূতের বাড়ির হদিশ
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement