#কলকাতা:হোয়াটস ইন আ নেম ! নামে কি বা এসে যায়? ঠিক তেমনিই ডাকে কি বা এসে যায়, আসল তো হলো ভালবাসা, শ্রদ্ধা আর সম্মান ৷ বাবা এমনই এক মানুষ , যে কিনা বুকের মাঝে আগলে রাখে তাঁর সন্তাদের ৷ বাবা এমনই মানুষ, যে কিনা ঝড়-ঝাপটা থেকে সন্তানকে রক্ষা করে বিনা শর্তে ৷ সন্তানকে বড় করতে যে কোনও ঝুঁকি নিতেও পিছ পা হয় না বাবা ৷ সন্তানের কাছে বাবা যেন সব আবদারের ঝুলি ৷ আর সন্তানের বায়না মেটাতেও সদা তৈরি ‘বাবা’ ! বাবাকে শ্রদ্ধা জানাতে আর উচ্চস্বরে ভালবাসা প্রদর্শনের দিন এই ফাদার্স ডে৷ কারণ, বাবার প্রতি ভালবাসা তো আর একদিনের নয়, তবুও এই দিনটা তাঁর জন্য স্পেশাল করে তুলে রাখা ৷ ঠিক যেমন সন্তানের মনের মাঝে বাবার স্পেশাল জায়গা !গোটা বিশ্বে, নানা ভাষায় ‘বাবা’র নাম-ডাক নানা প্রকার ৷ কোথাও বাবা, কোথাও ড্যাডি, কোথাও পাপা ৷ এছাড়াও বাবাকে নানা নামে ডাকা হয়ে থাকে বিশ্বের নানা কোণায় ৷ ফাদার্স ডে-তে রইল তারই তালিকা! দেখে নিনYiddish : tatti ; tay ; foter ; tatehWelsh : tadVenetian : pare ; popà ; ‘opà ; pupà ; papà