বড়দেবীর পুজোর প্রস্তুতি শুরু, বিশেষ এই রীতি মেনেই তৈরি হবে প্রতিমা
Last Updated:
প্রায় পাঁচশো বছরের পুরোন বড়দেবীর পুজো। কথিত আছে, দেবী নাকি এখানে নর রক্তে তুষ্ট হতেন।
#কোচবিহার: কোচবিহারে বড়দেবীর পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। মদনমোহন মন্দির থেকে ময়নাকাঠ গেল দেবী বাড়ির মন্দিরে। দুদিন পর এই কাঠেই মাটির প্রলেপ পড়বে।
প্রায় পাঁচশো বছরের পুরোন বড়দেবীর পুজো। কথিত আছে, দেবী নাকি এখানে নর রক্তে তুষ্ট হতেন। তাই এখানে দেবীর রং লাল। মদনমোহন মন্দির থেকে ময়নাকাঠকে নিয়ে যাওয়া হল বড়দেবীর মন্দিরে।
বড়দেবীর মন্দিরে ময়নাকাঠের পুজো করলেন জেলাশাসক কৌশিক সাহা। তিনি আবার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতিও।
advertisement
আপাতত দু'দিন রাখা হবে ময়নাকাঠের কাঠামোকে। লোকের কথায়, হাওয়া খাবে ময়নাকাঠ। তারপরই এতে পড়বে মাটির প্রলেপ।
advertisement
Location :
First Published :
Sep 07, 2019 10:15 PM IST










