#পশ্চিম মেদিনীপুর: দূর গায়ের দুর্গাকে বিশ্বাস আর গল্পরাই সাজিয়ে তোলে। আর বারোয়ারি বা বনেদি পুজোয় অনেকসময়ই দুর্গার গায়ে শোলার সাজ। কিন্তু, শোলার বাজার দখল করছে রঙিন কাগজ, থার্মোকল। শোলার দাম বেশি হওয়ায় রঙিন কাগজ বা থার্মোকলেই তৈরি হচ্ছে প্রতিমার মুকুট, গয়না বা চাঁদমালা। উদ্যোক্তারাও ডাকের সাজের বরাত থেকে পিছু হঠছেন।টানা চোখ। একচালায় সাবেকিয়ানা। মুকুটে আর গয়নায় ডাকের সাজ। শোলায় মোড়া শ্বেতশুভ্র দশভূজা যেন পাশের বাড়ির মেয়ে।কিন্তু এই শোলার সাজই হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শোলার বাজার দখল করে নিচ্ছে রঙিন কাগজ বা থার্মোকল। প্রতিমার গয়না, মালা, চাঁদমালা, চালার সাজ সবকিছু থেকেই হারিয়ে যাচ্ছে শোলা। তার বদলে দাপট রংচঙে কাগজ ও থার্মোকলের। রঙিন কাগজের উপর আরও রঙিন চুমকি, জরির কারুকাজ করে তৈরি হচ্ছে আধুনিক গয়না। পঃ মেদিনীপুরের ঘাটালেও শিল্পীদের মধ্যে চরম ব্যস্ততা। শিল্পীরাও মানছেন পুজোর বাজারে শোলার কদর কমছে।