সাবেকি শোলার বাজারে এখন বুলনের দাপট, দাম কম, দেখতেও ঝকমকে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#রায়গঞ্জ: শোলার সাজ আজ রীতিমত দামি। জোগানেও টান। শোলার বাজারে এখন বুলন সেটের দখলদারি। বুলেনের চোখ-ধাঁধানো জৌলুসে বাড়ছে চাহিদা। দুর্গাপুজোর আগে চাহিদা সামাল দিতে রায়গঞ্জের বুলেন-শিল্পীদের নাওয়া খাওয়া এখন শিকেয়।
শ্বেতশুভ্র শোলার ঐতিহ্য আজও অটুট। তবু বাজারে এখন ঝকমকে বুলেন সেটের রমরমা। সময়ের সঙ্গে বদলাচ্ছে পছন্দ। বাড়ছে শৌখিনতা। শোলার সাবেকিয়ানায় এখন কনটেম্পোরারি বুলেনের দখলদারি।
প্রতিমার গয়না, চাঁদমালা, একচালার সাজ সবকিছু থেকেই হারিয়ে যাচ্ছে শোলা। তার বদলে এখন রংচঙে বুলেন সেটের দাপট।
advertisement
মোটা পিচবোর্ড কেটে তার উপর থার্মোকল, পুঁথি, রং-বেরঙের সুতো, অভ্র, কাচের টুকরো বসিয়ে তৈরি হচ্ছে উমার গয়না ৷
advertisement
বুলেন সেটের বাজার আগেও ছিল। কিন্তু কলকাতা থেকে সেই সেট আনার দাম অনেকটাই বেশী পড়ত। বাজার ধরতে রায়গঞ্জ সুভাষগঞ্জের বিশ্বজিৎ পাল পাঁচ বছর আগে নিজেই বুলেনের কাজ শুরু করেন। একেকটা সেটের দাম দুই থেকে কুড়ি হাজার টাকা। তৈরি করতে সময় লাগছে এক মাস।
শুধু দেশ নয়, বাংলাদেশেও সুভাষগঞ্জের তৈরি বুলেনের কদর বাড়ছে। শোলার সঙ্গে প্রতিযোগিতায় হিট চোখ ধাঁধানো বুলেন। তবে ঐতিহ্যের দৌড়ে কতটা এগিয়ে থাকবে, তা সময়েই বলবে।
view commentsLocation :
First Published :
September 18, 2019 4:31 PM IST

