উপাসনার হাতে দেবীর উপাসনা, জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজোয় এবার অস্তিত্বের উপাসনা

Last Updated:
#বেহালা: উৎসব মানে অস্তিত্বের উদযাপন। অস্তিত্বের শক্তির উপাসনা। যিনি সেই শক্তি ধারণ করেন তিনিই দেবী। অস্তিত্ব ভুললে চলবে না। অস্তিত্বের শক্তিতেই বধ হবে সমস্ত হিংসা-হানাহানি। বেহালার জয়রামপুর সর্বজনীনের পুজোয় এবার উদযাপনের উপাসনা। উপাসনা আরেক উপাসনার হাতে।
পুজোয় দেবীর উপাসনা। দেবী মানে অস্তিত্ব। উৎসব মানে অস্তিত্বের উদযাপন। এই উদযাপনের ছবিই আঁকছেন এক দেবী। তিনি উপাসনা। উপাসনার হাতে অস্তিত্ব পাচ্ছেন দেবী। জীবনে বাঁচার রসদ আত্মা। উৎসবে আত্মা আর অস্তিত্ব মিলেমিশে একাকার। অস্তিত্ব শেখাবে, হিংসা-বিদ্বেষ, হানাহানি ভুলে কীভাবে সমাজ গড়তে হয়। জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজোয় এবার অস্তিত্বের উপাসনা।
আত্মা আসলে মানুষের ভিতরের ছবিটা। দৃষ্টিহীনরাও মনের চোখে দেখে নিতে পারে আত্মার ছবি। এই ভাবনা থেকেই পুজোর আগে কয়েকজন দৃষ্টিহীন শিশুকে দিয়ে মণ্ডপ সাজানোর কুলো তৈরি করানো হয়। এখন কুলো তৈরি। অন্তরাত্মার দৃষ্টিতে শক্তি পেয়েছেন দেবী।
advertisement
advertisement
জয়রামপুর সর্বজনীন দুর্গাপূজার এবার বাহাত্তর বছর। পুজোর আবহসংগীত তৈরি করছেন সিধু।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
উপাসনার হাতে দেবীর উপাসনা, জয়রামপুর সর্বজনীন দুর্গাপুজোয় এবার অস্তিত্বের উপাসনা
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement