মানুষকে সকালে ঘুম থেকে তুলে দেওয়ার কাজ করতেন কিছু লোক ! পেতেন বেতনও ! জানুন কোথায় হত এমন

Last Updated:

এই কাজ পুরুষ মহিলা উভয়েই করতেন। তাঁরা সকাল সকাল চলে আসতেন সেই সব বাড়িতে যারা চাইতেন টাইমে ঘুম থেকে উঠতে।

#ব্রিটেন: সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় অনেকেরই। যতই ঘড়িতে অ্যালার্ম দিন না কেন সাতটার, সাতটা বাজলে মনে হয় আর দুমিনিট। এই দুমিনিট করে করে কখন যে আট বেজে যায়। বা ঘণ্টা পেরিয়ে যায় তা টের পাওয়া যায় না। ব্যস তাতে যা ঘটার ঘটে যায়। মানে সব কাজে লেট। আর লেট মানেই গোটা দিনটাই যেন কেমন অগোছালো হয়ে যায়। তখন মনে হয় সত্যি যদি কেউ থাকতো যে সঠিক সময়ে ঘুম থেকে তুলে দিত। দরকারে গায়ে জল ঢেলে তুলে দিত। কিন্তু না এমন কাউকে পাওয়া খুব মুশকিল।
তবে ঘুম থেকে তোলার লোকও ছিল। ব্রিটেনে কিছু মানুষকে চাকরিতে রাখা হত। তাঁদের কাজ ছিল মানুষকে ঘুম থেকে তোলা। তখনও ঘড়িতে অ্যালার্ম তৈরি হয়নি। এই কাজ পুরুষ মহিলা উভয়েই করতেন। তাঁরা সকাল সকাল চলে আসতেন সেই সব বাড়িতে যারা চাইতেন টাইমে ঘুম থেকে উঠতে। বাড়িতে এসে তারা প্রথমে লাঠি দিয়ে জানালা বা দরজায় আওয়াজ করতেন, যতক্ষণ না ঘুম ভাঙে। নয়তো বাঁশি বাজিয়েই যেতেন। ঘুম ভাঙার পরই পাওয়া যেত তাঁদের হাত থেকে নিস্তার। এই পেশার নাম ছিল knocker-up । এই কাজ যারা করতেন তারা সকলেই পেতেন টাকা। না তাঁরা নাইটগার্ড নন। তাঁরা করতেন ঘুম ভাঙানোর কাজ। তবে এখন আর এই পেশার কোনও অস্তিত্ব নেই। কেউ করেনও না এই কাজ। কারণ যুগের সঙ্গে তো কত কিছুই হারায়। তেমনই হারিয়েছে ঘুম ভাঙানি গান শোনানো লোকগুলোও।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
মানুষকে সকালে ঘুম থেকে তুলে দেওয়ার কাজ করতেন কিছু লোক ! পেতেন বেতনও ! জানুন কোথায় হত এমন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement