Explainer| World Alzheimer's Day: কীভাবে বাসা বাঁধে এই দুরুহ ব্যাধি? মুক্তির পথ কী? জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

Last Updated:

বাড়িতে কেউ এই গভীর মানসিক রোগ Alzheimer-এ আক্রান্ত হয়েছেন? ধীরে ধীরে সেই লক্ষণ দেখা দেবে৷ সচেতন থেকে এই রোগের মোকাবিলা করুন (World Alzheimer's Day)৷

World Alzheimer's Day
World Alzheimer's Day
বিপিনবাবু গতকাল দু’বার বাজারে গিয়েছেন৷ জোর করে বা দরকারে জাননি৷ উনি প্রথমবার অর্ধেকের বেশি জিনিস আনতে ভুলে যান৷ যা উনি প্রায় করে থাকেন৷ এছাড়াও বাজার থেকে বাড়ি ফেরার যে রাস্তা তাও বারবার ভুলে যান (Memory Loss)৷ অথচ দীর্ঘদিন তিনি এই রাস্তা ধরেই যাতায়াত করেছেন৷ পরিচিত লোকজন তাঁকে ঠিক ভাবে বাড়ি পৌঁছে দেন৷
অনাথবাবুর মন ভাল নেই৷ চুপচাপ বসে থাকেন৷ মাঝেমধ্যেই আশপাশের কিছু বিড়ালকে ঘুরে বেড়াতে দেখেন৷ বাড়ির লোক কেউ তাঁর এই কথায় বিশ্বাস করেন না (Change in Behavior)৷ এরই সঙ্গে বাড়ছে তাঁর সন্দেহ বাতিক৷ বাড়ির পরিচারক থেকে স্ত্রী, সকলকেই উনি সন্দেহের চোখে দেখেন৷ মনে করেন যে তাঁর আলমারি থেকে সকলেই নাকি টাকা চুরি করছেন৷ আর এরই সঙ্গে কোনও কিছুই মনে রাখতে পারেন না৷
advertisement
এরা দু’জনেই ভুগছেন ডিমেনশিয়ায় (Dementia), অর্থাৎ ভুলে যাওয়া রোগে৷ পরিসংখ্যান বলছে যে দেশে প্রায় ২.৭ শতাংশ মানুষ এই মানসিক রোগের শিকার৷ World Alzheimer's Day বা বিশ্ব অ্যালজাইমার দিবসে এই রোগে ব্যাপারে বিস্তারিত জেনে নিন৷ কারণ দিনদিন বাড়ছে অ্যালজাইমার রোগের প্রকোপ৷
advertisement
৮০ বছর বা তার উর্দ্ধে ২০ শতাংশ মানুষের জীবনে ডিমেনশিয়ার কোপে পড়তে পারেন৷ একদিকে যেমন বেঁচে থাকার সমসসীমা দীর্ঘ হচ্ছে, তেমনই বেড়ে চলেছে বার্ধক্যজনিত নানা রোগ৷ পরিসংখ্যান থেকে উঠে আসছে যে উন্নত দেশগুলির থেকে উন্নয়নশীল দেশে ডিমেনশিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি৷ ৬৬ বছর পার করার পরই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়৷
advertisement
চিকিৎসক যশোধারা চৌধুরী (Dr. Joshodhara Chowdhury) বলছেন, আমাদের মস্তিষ্কের ক্ষমতা অপরিসীম৷ শরীরে সামান্যতম অনুভূতি সঞ্চারিত হয় মস্তিষ্কের অঙ্গুলিহেলনে৷ তাই মস্তিষ্কের ক্ষয়রোগ অর্থাৎ ডিজেনারেশন (Degenration) যখন শুরু হয়, তখনই এই ডায়মেনশিয়া (Dementia) চেপে বসে৷
advertisement
ডায়মেনশিয়ার (Dementia)নানা প্রকার ভেদ রয়েছে৷ উপসর্গ হিসেবে তার দু’টি ভাগ করা যায়৷ Anterior Dominant অর্থাৎ মস্তিষ্কের আগের ভাগের অসুখ আর Posterior Dominant অর্থাৎ মস্তিষ্কের পিছনের ভাগের অসুখ৷ যে Alzeimer Disease-র নাম শুনলেই আঁতকে উঠি আমরা, তা আদতে অ্যান্টিরিয়ার ডমিনেন্ট (Anterior Dominant) ডায়মেনশিয়ার মধ্যে পরে৷ যা শুরু হয় ভুলে যাওয়া দিয়ে৷ প্রথমে মানুষের নাম, জিনিষের নাম ভোলার রোগ শুরু হয় যা ধীরে ধীরে বড় আকার নেয়৷ তারপর শুরু হয় কথার খেই হারিয়ে ফেলা৷ এরই সঙ্গে অন্যের কথা ঠিকভাবে শুনতে না পারা বা সেই অক্ষমতায় কথাই কম বলা লক্ষ্য করা যায় রোগীর মধ্যে৷ এরপরই আশপাশে পূর্বপরিচিত পথ চিনতে না পারার সমস্যা হয়৷ যা পরে এতটাই বেড়ে যায় যে, দৈনন্দিন জীবনযাপনে সাহায্যের প্রয়োজন হয়৷
advertisement
আরও এক ধরন হল Frontotemporal Dementia যা মানুষের ব্যবহারে পরিবর্তন এনে দিতে পারে৷ খুবই গম্ভীর স্বভাবের মানুষ এই রোগের ফলে চিৎকার করে কথা বলতে শুরু করতে পারেন বা অশ্লীল ভাষা ব্যবহার করতে পারেন৷ একে ডাক্তারি পরিভাষায় বলা হয় Loss of Inhibition৷ অন্যদিকে পস্টিরিয়ার ডমিন্যান্ট (Posterior Dominant) ডিমেনশিয়া হলে মানুষের Hallucination হয়৷ অর্থাৎ উনি যা দেখছেন, তা আদতে সঠিক নয়৷ একই সঙ্গে সন্দেহপ্রবণতা প্রবল হয়৷
advertisement
কীভাবে বোঝা যাবে এই রোগের সূত্রপাত? কীভাবেই বা চিকিৎসা সম্ভব?
ডাঃ যশোধারা চৌধুরী জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে প্রিয়জন (স্বামী-স্ত্রী) বিয়োগের পর এই ধরণের সমস্যা দেখা যায়৷ কোনও রকম লক্ষণ নজরে আসলেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে৷ মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে৷ এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এধরনের মানসিক রোগও৷ তাই সামাজিক সচেতনতা খুবই প্রয়োজন৷ সঙ্গে চাই সংবেদনশীলতা৷ না হলে এমন রোগে ভুগতে থাকা মানুষের পাশে দাঁড়ানো যাবে না৷ আর একার পক্ষে এই রোগ মোকাবিলা করা কখনওই সম্ভব নয়, কারণ রোগী বুঝতেই পারেন না যে তাঁর মস্তিষ্কে গভীরভাবে ছাপ ফেলছে দুরুহ ব্যাধি৷
advertisement
(Input-Dr. Joshodhara Chowdhury, Neorologist)
বাংলা খবর/ খবর/Explained/
Explainer| World Alzheimer's Day: কীভাবে বাসা বাঁধে এই দুরুহ ব্যাধি? মুক্তির পথ কী? জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement