DTC Recruitment 2022: বিরাট সুযোগ! ট্রান্সপোর্ট কর্পোরেশনে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি জারি! আবেদনের শেষ দিন ৪ মে!

Last Updated:

DTC Recruitment 2022: প্রার্থীদের আগামী ৪ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (Delhi Transport Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফিটার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরাদিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
DTC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৪ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
DTC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫৭টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
DTC Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান- ১১২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ফিটার- ১৭৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান- ৭০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (Delhi Transport Corporation)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফিটার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান
advertisement
শূন্যপদের সংখ্যা: ৩৭৫
কাজের স্থান: নয়াদিল্লি
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ০৪.০৫.২০২২
DTC Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে dtc.dehli.gov.in যেতে হবে
হোমপেজে “DTC Online Recruitment Portal”-এ ক্লিক করতে হবে
advertisement
এরপর ‘Apply’-এ ক্লিক করতে হবে
প্রার্থীরা সরাসরি এই লিঙ্ক https://dtc-rp.com/ থেকেও আবেদন করতে পারেন
আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে
আবেদন ফি জমা দিয়ে ফর্ম জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন
DTC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান- প্রার্থীদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট সহ অটোমোবাইল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
advertisement
অ্যাসিস্ট্যান্ট ফিটার- মেকানিক, এমভি, ডিজেল মেকানিক, ট্র্যাক্টর মেকানিক, অটোমোবাইল মেকানিক বা ফিটার ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান- ইলেকট্রিশিয়ান অটো, মেকানিক অটো, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইত্যাদি ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
অফিসিয়াল নোটিশ লিঙ্ক-
http://dtc.delhi.gov.in/sites/default/files/Advertisement%20for%20recruitment%20to%20the%20post%20of%20Assistant%20Foreman,%20Assistant%20Fitter%20&%20Assistant%20Electrician%20(R&M)..pdf
বাংলা খবর/ খবর/Explained/
DTC Recruitment 2022: বিরাট সুযোগ! ট্রান্সপোর্ট কর্পোরেশনে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি জারি! আবেদনের শেষ দিন ৪ মে!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement