Covid passports: বিশ্বের কোন দেশে কী ভাবে কাজ করে কোভিড পাসপোর্ট? জেনে নিন এক ঝলকে!

Last Updated:

Covid passports: এই প্রতিবেদনে আলোচনা করা হল কোভিড পাসপোর্ট নিয়ে কোন দেশ কী কী পরিকল্পনা নিয়েছে সেই বিষয়ে।

দিন যত এগোচ্ছে করোনা নিয়ে উদ্বেগ তত বাড়ছে। তবে দমে যায়নি গোটা বিশ্বের প্রশাসন। লকডাউন পরিস্থিতি কাটিয়ে সব দেশ স্বাভাবিক হতে চাইছে, কিন্তু চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। বর্তমানে সব চেয়ে ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসা। ইতিমধ্যেই কিছু দেশ সিদ্ধান্ত নিয়েছে কোভিড পাসপোর্ট (Covid Passport) চালু করার কথা। এতে বিদেশভ্রমণের সুবিধাগুলি বাড়তে পারে। এই ধরনের পাসপোর্টগুলির ক্ষেত্রে সাধারণত মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া হয়। কিছু ক্ষেত্রে হার্ড কপি দেওয়া হয়। কিছু দেশ ইতিমধ্যেই কোভিড পাসপোর্টের নিজস্ব সংস্করণ তৈরি করে ফেলেছে। কিন্তু কিছু দেশ এখনও পিছিয়ে রয়েছে কারণ, সেখানে টিকাকরণের গতি বৃদ্ধি পায়নি এখনও। এই প্রতিবেদনে আলোচনা করা হল কোভিড পাসপোর্ট নিয়ে কোন দেশ কী কী পরিকল্পনা নিয়েছে সেই বিষয়ে।
ইউনাইটেড কিংডম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছেন ইংল্যান্ডের (England নাইটক্লাবগুলিতে এখন আর টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে NHS Covid Pass App নামে একটি মোবাইল অ্যাপ আনা হয়েছে, যার সাহায্যে বোঝা যাবে নির্দিষ্ট ব্যক্তি টিকা নিয়েছেন কি না। এই অ্যাপের সাহায্যেই ফ্রান্স, গ্রিস ও স্পেন-সহ ৩০টিরও বেশি দেশের পর্যটকদের প্রবেশের আগে যাচাই করা হবে।
advertisement
advertisement
ইউরোপিয়ান ইউনিয়ন
ইউরোপিয়ান ইউনিয়নের সুইৎজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং লিয়েচটেনস্টাইন-সহ ২৭টি সদস্য দেশে ভ্যাকসিন পাসপোর্ট চালু করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের বাসিন্দারা অ্যাপের মাধ্যমে একটি ভ্যাকসিন সংক্রান্ত হার্ড কপি নিজেদের কাছে রাখতে পারবেন। যাঁরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, দেশের বাইরেও তাঁরা এটি ব্যবহার করতে পারবেন। ইউনাইটেড কিংডম যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এখন আর নেই, তাই বেশিরভাগ ব্রিটিশ নাগরিকদের হার্ড কপি দেওয়া হবে না।
advertisement
ফ্রান্স
ফ্রান্স প্রশাসন দেশের নাগরিকদের জন্য একটি হেল্থ পাস তৈরি করেছে। এর সাহায্যে রেস্তোরাঁ, বার, বিমান এবং ট্রেনে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে। অগস্টের শুরু থেকে এই দেশের সব প্রাপ্তবয়স্কদের জন্য এই পাসের প্রয়োজন পড়বে। এর পর ৩০ সেপ্টেম্বর থেকে ১২ বছরের বেশি বয়সীদের জন্য এটি বাধ্যতামূলক করা হবে। বাইরের এবং দেশের মানুষদের এই পাস পাওয়ার জন্য সম্পূর্ণ টিকা নেওয়া হয়েছে কি না সেই প্রমাণ থাকতে হবে।
advertisement
ইজরায়েল
ইজরায়েল এই বছরের শুরুর দিকে একটি ভ্যাকসিন পাস চালু করেছিল। এই পাশের সাহায্যে অল্প য়সীদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার চাহিদা বেড়েছিল। দেশে সংক্রমণের হার একটু কমতেই সিদ্ধান্তে বদল আনা হয়েছিল, কিন্তু সংক্রমণ ফের বেড়ে যাওয়ার কারণে ভ্যাকসিন পাসের পরিকল্পনা ফের চালু করা হয়েছে। Times of Israel-এর একটি রিপোর্টে বলা হয়েছে নতুন গ্রিন পাস ২৯ জুলাই থেকে কার্যকর হয়েছে। কোনও বড় ইভেন্টে যোগ দেওয়ার জন্য ১২ বছরের বেশি যাঁরা টিকা নিয়েছেন ও যাঁরা সদ্য করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন তাঁদের এটি দেওয়া হবে। এই পাসটি খেলার ইভেন্ট, জিম, রেস্তোরাঁ ও ডাইনিং হল, সম্মেলন, পর্যটন এবং উপাসনালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
advertisement
চিন
চিনে গত বছরই একটি QR কোড সিস্টেম চালু করা হয়েছিল, যা বিভিন্ন রঙের সাহায্যে ভাগ করা হয়েছে। যাঁদের সবুজ QR কোড দেওয়া হয়েছে, তাঁদের বিধিনিষেধ ছাড়াই ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। যাঁদের হলুদ কোড দেওয়া হয়েছে তাঁদের সাতদিন ঘরে থাকার পর বাইরে বেরোতে বলা হয়েছে। এই দেশে নিয়ম করা হয়েছে পাবলিক স্পেসে প্রবেশের জন্য QR কোড দেখাতে হবেই। মার্চ মাসে, চিন একটি ডিজিটাল হেল্থ সার্টিফিকেট চালু করেছে যা টিকার অবস্থা ও করোনা-পরীক্ষার ফলাফল দেখায়। এই সার্টিফিকেট চিনের বাইরের বাসিন্দাদের জন্যেও উপলব্ধ। আশা করা হচ্ছে এই সার্টিফিকেট দিয়ে চিনের নাগরিকরা অন্য দেশেও সফর করতে পারবেন। তবে এখনও তা স্পষ্ট নয়।
advertisement
ইউনাইটেড স্টেটস
আমেরিকার হোয়াইট হাউজে (White House) ফেডারাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট (Federal Covid Vaccination Passport) জারির সিদ্ধান্ত এপ্রিল মাসে বাতিল করা হয়েছিল। কারণ দেখানো হয়েছিল এতে নাগরিকদের গোপনীয়তা নষ্ট হতে পারে। তবে MIT Technology-র একটি রিভিউ থেকে জানা যায় ইউনাইটেড স্টেটসের সদস্য এমন চারটি রাজ্য রয়েছে যেখানে ভ্যাকসিন অ্যাপ সক্রিয় রয়েছে। কারণ, টিকা নেওয়ার হার বাড়ানোর জন্য এগুলি ভালো কাজ করছে। ক্যালিফোর্নিয়ায় ও নিউ ইয়র্ক সিটির সরকারি কর্মচারীদের জন্য টিকা দেওয়ার প্রমাণ দেখাতে বলা হয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে সংক্রমণের পরীক্ষা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
অস্ট্রেলিয়া
বর্তমানে, অস্ট্রেলিয়ানদের ফোনে একটি ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রী ড্যান তেহান (Dan Tehan) জানিয়েছেন, এটি একটি ভ্যাকসিন পাসপোর্ট, লকডাউন পরিস্থিতিতে এটা সেখানে দেশের নাগরিকদের প্রয়োজনে বাইরে বের হওয়ার অনুমতি দেয়। এর সাহায্যে অন্যদেরও ভ্যাকসিন নিতে অনুপ্রাণিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/Explained/
Covid passports: বিশ্বের কোন দেশে কী ভাবে কাজ করে কোভিড পাসপোর্ট? জেনে নিন এক ঝলকে!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement