Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা, উঠল বিস্ফোরক অভিযোগ, কার কার বিরুদ্ধে দায়ের হল FIR?

Last Updated:

Zubeen Garg Death: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সকলকে হতবাক করেছে। সূত্রের খবর, তিনি লাইফ জ্যাকেট পরে ছিলেন না। সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

News18
News18
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সকলকে হতবাক করেছে। তাঁর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বলি-টলি মহল৷ অসম-সহ গোটা দেশ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। জুবিনের বয়স ছিল ৫২ বছর। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তাঁর পারফর্ম করার কথা ছিল। সেখানে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন, তারপরেই মুহূর্তে সব শেষ। গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন।
সূত্রের খবর, তিনি লাইফ জ্যাকেট পরে ছিলেন না। সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-রাত পোহালেই বছরের শেষ সূর্যগ্রহণ…! ১০০ বছর পর বিরল কাকতালীয় যোগে কারা হবেন ‘মালামাল’? জানুন আপনার ভাগ্যে কী
অসম মরিগাঁওয়ের বাসিন্দা রাতুল বোরা তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এক বিবৃতিতে জানিয়েছে যে, স্কুবা ডাইভিং করার সময় জুবিনের গর্গের শ্বাসকষ্ট হচ্ছিল।
advertisement
advertisement
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন, যে গায়ক জুবিন গর্গের মরদেহ শনিবার সন্ধের মধ্যে সিঙ্গাপুর থেকে নয়াদিল্লিতে আনা হবে। তারই চেষ্টা চলছে, এবং একই রাতে তাকে গুয়াহাটিতে আনা হবে। মুখ্যমন্ত্রী শর্মা ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, আমরা আশা করছি আগামীকাল সন্ধের মধ্যে জুবিনকে নয়াদিল্লি এবং রাতে গুয়াহাটিতে নিয়ে আসব। গুয়াহাটিতে, তাকে একদিনের জন্য রাখা হবে, যাতে সকলে তাকে শ্রদ্ধা জানাতে পারে।জুবিন গর্গের মরদেহ জনসাধারণের শ্রদ্ধার জন্য গুয়াহাটিতে রাখা হবে।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর ঝড়-তুফানের মেগা খেলা শুরু…! তুলকালাম ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা, তছনছ হবে জেলার পর জেলা, কী হবে মহালয়ায়?
এর আগে, মুখ্যমন্ত্রী শর্মা তাঁর স্ত্রী রিঙ্কি ভূঁইয়া শর্মাকে নিয়ে গুয়াহাটিতে প্রয়াত গায়কের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। তিনি পোস্টে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে পাশে দাঁড়াতে রিঙ্কি এবং আমি গুয়াহাটিতে আমাদের প্রিয় জুবিনের বাড়িতে গিয়েছিলাম। হাজার হাজার ভক্ত তাদের শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় অপেক্ষা করছেন – আমরা তাকে শীঘ্রই অসমে ফিরিয়ে আনার জন্য ক্রমাগত যোগাযোগ করছি।’
advertisement
‘এটা আমাদের জন্য খুবই দুঃখের মুহূর্ত এবং এটা বিশ্বাস করা কঠিন। আমরা একে অপরকে সমর্থন করা ছাড়া আর কিছুই করতে পারি না,’ জুবিনের কাকা মনোজ কুমার বোরঠাকুর ডিব্রুগড় থেকে ফোনে পিটিআইকে বলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা, উঠল বিস্ফোরক অভিযোগ, কার কার বিরুদ্ধে দায়ের হল FIR?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement