Zakir Hussain Passes Away At 73: হল না শেষরক্ষা, তাল থামল কিংবদন্তির, সান ফ্রান্সিসকোর হাসপাতালেই প্রয়াত উস্তাদ জাকির হুসেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী জাকির হুসেনের পরিবারের পক্ষ থেকেই তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে ৷
কলকাতা: শেষরক্ষা হল না ৷ তবলায় জাদুস্পর্শ স্তব্ধ হল। ৭৩ বছর বয়সেই থামল তবলার জাদুকর জাকির হুসেনের পথ চলা। প্রয়াত উস্তাদ জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল। হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। শেষপর্যন্ত সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী জাকির হুসেনের পরিবারের পক্ষ থেকেই তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে ৷
রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। তাঁর প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়ে ছিল। সংবাদসংস্থা পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে তবলাবাদক প্রয়াত হয়েছেন।

advertisement
advertisement
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
advertisement
রবিবার বিকেলে শিল্পীর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে শারীরিক অসুস্থতার কথা প্রথম জানানো হয়। বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়। শেষরক্ষা অবশ্য হল না ৷ ৭৩ বছর বয়সে প্রয়াত তবলার জাদুকর ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 8:26 AM IST