Influencer Bhuvan Bam: দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় ১১ কোটির বাংলো কিনে চমকে দিলেন জনপ্রিয় ইউটিউবার

Last Updated:

Influencer Bhuvan Bam: রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিকস ফার্ম সিআরই ম্যাট্রিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকায় একটি নতুন বিলাসবহুল বাংলো কিনেছেন ভুবন।

ইউটিউব জগতের অন্যতম বড় নাম ভুবন বাম। ইউটিউবার হওয়ার পাশাপাশি লেখক, অভিনেতা এবং কমেডিয়ানও তিনি। বর্তমানে এক হাই-প্রোফাইল রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন।
রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিকস ফার্ম সিআরই ম্যাট্রিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকায় একটি নতুন বিলাসবহুল বাংলো কিনেছেন ভুবন। এর জন্য তিনি খরচ করেছেন প্রায় ১১ কোটি টাকা। গত ৭ অগাস্ট, ২০২৩ তারিখে ভুবন বামের নামে সেল ডিড তৈরি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি হিসেবে ৭৭ লক্ষ টাকা দিতে হয়েছিল তাঁকে। সেই ঝাঁ চকচকে বিলাসবহুল বাংলোর কথাই শুনে নেওয়া যাক।
advertisement
ভুবন যে নতুন বাড়িটি কিনেছেন, সেটা অভিজাত গ্রেটার কৈলাস এলাকার পার্ট ৩-তে রয়েছে। এই বাংলোর ল্যান্ড এরিয়া ১৯৩৭ বর্গফুট এবং টোটাল এরিয়া ২২৩৩ বর্গফুট। আসলে ভুবন বামের পরিবার যে এলাকায় বসবাস করত, তার কাছাকাছিই রয়েছে এই নতুন বাংলোটি। সূত্রের খবর, ভুবনের নতুন বাংলোয় রয়েছে একটা বিশাল লিভিং রুম, ৪টে বেডরুম, সমস্ত আধুনিক যন্ত্রপাতিতে ঠাসা একটি রান্নাঘর, একটা ডাইনিং এরিয়া, বিশাল ছাদ এবং একটা সুন্দর লন। এর পাশাপাশি এই বাংলোয় দুটি গাড়ি পার্ক করার মতো জায়গাও রয়েছে। আর সমস্ত নিরাপত্তা ব্যবস্থায় ঠাসা এই বাংলো। এমনিতে দিল্লিতে বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগ করছেন বহু সেলিব্রিটিই। এবার গ্রেটার কৈলাসে দুর্দান্ত বাংলো কিনে সেই তালিকায় উঠে এলেন ইউটিউবার ভুবন বামও।
advertisement
advertisement
কিন্তু ভুবন বামের আসল পরিচয় কী। ইউটিউবে প্রায় ২০ মিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভুবন বাম। আর এর মূলে ছিল তাঁর কমেডি চ্যানেল বিবি কি ভাইনস। এই চ্যানেলে ফুটে ওঠে শহুরে এক টিনএজারের জীবন, বন্ধু এবং পরিবারের সঙ্গে তাঁর আলাপচারিতার প্রসঙ্গ।
গান এবং অভিনয়ে অসাধারণ প্রতিভা ভুবনের। সেই সঙ্গে উপরিপাওনা হিসেবে থাকে কমেডিও। তিনি একজন গায়ক এবং গীতিকারও বটে। রহগুজার, অজনবি, সফর এবং সঙ্গ হুঁ তেরে-র মতো গান মুক্তি পেয়েছে তাঁর। আবার ঢিন্ডোরা এবং হুজ ইওর ড্যাডি-র মতো ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে ভুবনকে। এর পাশাপাশি প্লাস মাইনাস এবং টিটু টকস-এর মতো শর্ট ফিল্মেও দেখা গিয়েছে তাঁকে। দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় বিলাসবহুল এই বাংলো ক্রয়ের বিষয়টাই ভুবন বামের সাফল্যের পরিচয় দেয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Influencer Bhuvan Bam: দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় ১১ কোটির বাংলো কিনে চমকে দিলেন জনপ্রিয় ইউটিউবার
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement