অদ্ভুত মেকআপে চমকে দিলেন এই অভিনেতা !

Last Updated:

বলিউডের হিরো দৌঁড়ে কখনই নিজেকে রাখেন না ৷ বরং অন্য ধারার ছবিতে একের পর এক বাজিমাত করে যাচ্ছেন অভিনেতা

#মুম্বই: বলিউডের হিরো দৌঁড়ে কখনই নিজেকে রাখেন না ৷ বরং অন্য ধারার ছবিতে একের পর এক বাজিমাত করে যাচ্ছেন অভিনেতা রাজকুমার রাও ৷ তা মনোজ বাজেপয়ির সঙ্গে জুটি বেঁধে আলিগড়-ই হোক বা ট্র্যাপ, কিংবা একাই একশো হয়ে সিটি অফ লাইটস ৷ রাজকুমার রাও চ্যালেঞ্জ নিতে সব সময়ই তৈরি ৷
এই যেমন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত নতুন ছবি ‘রাবতা’র ট্রেলার যখন ইউটিউবে হইচই ফেলেছে, ঠিক তখনই জানা গেল, এই ছবিতে আছেন রাজকুমার রাও ! কিন্তু এই ছবিতে তাঁকে চেনা অত্যন্ত কঠিন !
তাই নিজেকে চিনিয়ে দেওয়ার দায়িত্বটা নিজেই নিলেন রাজকুমার ৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ছবি পোস্ট করে নিজের এই নতুন অবতারকে সবার সামনে তুলে ধরলেন রাজকুমার রাও !
advertisement
advertisement
‘রাবতা’ ছবির গল্প জন্মান্তের প্রেম ৷ আর এই ছবিতে সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননের পূর্ব জন্মেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে ৷
এক থা রাজা এক থি রানি, দোনো মর গয়ে, কিন্তু কাহানি এখানেই শেষ নয়। বরং এখান থেকেই শুরু, পরিচালক দিনেশ ভিজানের আগামী ছবি ‘রাবতা’। ছবিতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। প্রথম ট্রেলার থেকে এটুকু স্পষ্ট যে ছবি জন্মান্তরের গল্প।
advertisement
আর জন্মান্তরে ফিরে আসা মানেই গল্পের মূল ফ্লেভার প্রেমের। তবে দিনেশের পরিচালনায় ছবিটি কী মাত্রা পাবে সেটা জানা যাবে, ৯ই জুন। আপাতত দেখুন ছবির প্রথম ট্রেলার।
সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে নিয়েই ৷ বহুদিন ধরেই বলিউডের গুঞ্জনে ছিল কৃতি আর সুশান্ত নাকি প্রেম করছেন ৷ এমনকী, খবর উড়েছিল কৃতির জন্যই নাকি সুশান্ত ছাড়ছেন নিজের বউকে ৷ তবে ব্যাপারটি নিয়ে তেমন কিছু বলতে চাননি সুশান্ত ও কৃতি ৷
advertisement
আপাতত, দু’জনেই ব্যস্ত ছিলেন নতুন ছবি ‘রাবতা’র শ্যুটিংয়ে ৷ আর এই শ্যুটিং ফ্লোরেই নাকি প্রেম আরও জমে উঠেছিল ৷ খবর অনুযায়ী, কৃতি আর সুশান্ত নাকি একেবারে প্রেমে হাবুডুবু ৷ শ্যুটিংয়ের পরে নাকি আড্ডা মারতে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে ৷
তবে প্রথমে গোপনে গোপনে প্রেম চালালেও, ইদানিং কৃতি ও সুশান্ত দু’জনেই বিন্দাস ! তাই তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিন্দাস ছবি দিচ্ছেন দু’জনেই কখনও অন্তরঙ্গ পোজে, তো কখনও রসিকতা করে ৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের প্রেম নিয়ে কেউ কিছু মন্তব্য করলে, রীতিমতো জবাব দিচ্ছেন সুশান্ত ও কৃতি ৷
advertisement
কৃতির ঝুলিতে আপাতত দুটিই ছবি ‘হিরোপন্থি’ ও ‘দিলওয়ালে’ ৷ দুটি ছবিই বক্স অফিসে একেবারে ফ্লপ৷ অন্যদিকে নিজের অভিনয় দিয়ে আলাদা নজর কেড়েছেন সুশান্ত সিং রাজপুত৷ তাই অনেকের মত, সুশান্ত সিং রাজপুতের জনপ্রিয়তাকেই নাকি ক্যাশ করতে চলেছেন কৃতি ৷ আর এই জন্যই এই প্রেমের গল্পের নায়িকা হয়েছেন কৃতি শ্যানন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অদ্ভুত মেকআপে চমকে দিলেন এই অভিনেতা !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement