হোম /খবর /বিনোদন /
হানি সিংহের স্ত্রীকে আদালতের অনুমতি শ্বশুরবাড়ি থেকে নিজের জিনিসপত্র আনার জন্য

Yo Yo Honey Singh: হানি সিংহের স্ত্রী শালিনী আদালতের অনুমতি পেলেন শ্বশুরবাড়ি থেকে নিজের জিনিসপত্র আনার জন্য

হানি সিংহের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন শালিনী

হানি সিংহের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন শালিনী

শ্বশুরবাড়ি থেকে নিজের জিনিসপত্র আনার জন্য আদালতের অনুমতি পেলেন হানি সিংহের (Yo Yo Honey Singhs) স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি : শ্বশুরবাড়ি থেকে নিজের জিনিসপত্র আনার জন্য আদালতের অনুমতি পেলেন হানি সিং-এর (Yo Yo Honey Singhs) স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) ৷ শুক্রবার শালিনীকে অনুমতি দেয় দিল্লির এক আদালত ৷ প্রসঙ্গত স্বামী হানি সিংহের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন শালিনী ৷

শুক্রবার হানি সিং ও তাঁর স্ত্রীর সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন বিচারক তানিয়া সিং ৷ দম্পতিকে বলা হয়েছে, শালিনী যখন তাঁর নিজের জিনিস আনতে যাবেন, তখন যেন তাঁরা বাকবিতণ্ডায় জড়িয়ে না পড়েন ৷

রবিবার, ৫ সেপ্টেম্বর তাঁর নিজের জিনিসপত্র আনতে শালিনী তাঁর শ্বশুরবাড়ি যাবেন ৷ সঙ্গে থাকবেন দু’জন নিরাপত্তা আধিকারিক ৷

কী কী জিনিস শালিনী আনবেন, তার তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত ৷ পুরো ঘটনাই ভিডিয়ো করা হবে ৷ সমগ্র প্রক্রিয়াটিতে শিষ্টাচার বজায় রাখার জন্য বলা হয়েছে ৷

হিরদেশ সিং বিনোদন জগতে পরিচিত ইয়ো ইয়ো হানি সিং নামে ৷ শালিনীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০১১ সালের ২৩ জানুয়ারি ৷ দাম্পত্যের এক দশক ধরে তিনি স্বামীর হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত ও নিগৃহীত হয়েছেন বলে শালিনীর অভিযোগ ৷ সেইসঙ্গে শালিনীর আরও অভিযোগ, তিনি হানি সিং-এর কাছে প্রতারিতও হয়েছেন ৷ ৩৮ বছর বয়সি শালিনীর অভিযোগ যে হানি সিং ও তাঁর পরিবারের জন্য তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ৷ এতটাই করুণ পরিস্থিতি হয় যে, শালিনীর দাবি তাঁর নিজেকে খামারের পশু বলে মনে হয়৷

শালিনীর অভিযোগ, মার্চে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয় ৷ তবে হানি সিংয়ের দাবি, শালিনী নিজেই বেরিয়ে চলে গিয়েছেন ৷

নিজস্ব অ্যালবামের পাশাপাশি হানি সিং কাজ করেছেন বহু হিন্দি ছবিতেও ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘ককটেল’, ‘সন অব সর্দার’, ‘লব সব তে চিকেন খুরানা’, ‘রেস টু’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘কি অ্যান্ড কা’, ‘ঝুঠা কহিঁ কা’ এবং ‘মুম্বই সাগা’৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Shalini Talwar, Yo Yo Honey Singh