নয়াদিল্লি : শ্বশুরবাড়ি থেকে নিজের জিনিসপত্র আনার জন্য আদালতের অনুমতি পেলেন হানি সিং-এর (Yo Yo Honey Singhs) স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) ৷ শুক্রবার শালিনীকে অনুমতি দেয় দিল্লির এক আদালত ৷ প্রসঙ্গত স্বামী হানি সিংহের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন শালিনী ৷
শুক্রবার হানি সিং ও তাঁর স্ত্রীর সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন বিচারক তানিয়া সিং ৷ দম্পতিকে বলা হয়েছে, শালিনী যখন তাঁর নিজের জিনিস আনতে যাবেন, তখন যেন তাঁরা বাকবিতণ্ডায় জড়িয়ে না পড়েন ৷
রবিবার, ৫ সেপ্টেম্বর তাঁর নিজের জিনিসপত্র আনতে শালিনী তাঁর শ্বশুরবাড়ি যাবেন ৷ সঙ্গে থাকবেন দু’জন নিরাপত্তা আধিকারিক ৷
কী কী জিনিস শালিনী আনবেন, তার তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত ৷ পুরো ঘটনাই ভিডিয়ো করা হবে ৷ সমগ্র প্রক্রিয়াটিতে শিষ্টাচার বজায় রাখার জন্য বলা হয়েছে ৷
হিরদেশ সিং বিনোদন জগতে পরিচিত ইয়ো ইয়ো হানি সিং নামে ৷ শালিনীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০১১ সালের ২৩ জানুয়ারি ৷ দাম্পত্যের এক দশক ধরে তিনি স্বামীর হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত ও নিগৃহীত হয়েছেন বলে শালিনীর অভিযোগ ৷ সেইসঙ্গে শালিনীর আরও অভিযোগ, তিনি হানি সিং-এর কাছে প্রতারিতও হয়েছেন ৷ ৩৮ বছর বয়সি শালিনীর অভিযোগ যে হানি সিং ও তাঁর পরিবারের জন্য তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ৷ এতটাই করুণ পরিস্থিতি হয় যে, শালিনীর দাবি তাঁর নিজেকে খামারের পশু বলে মনে হয়৷
শালিনীর অভিযোগ, মার্চে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয় ৷ তবে হানি সিংয়ের দাবি, শালিনী নিজেই বেরিয়ে চলে গিয়েছেন ৷
নিজস্ব অ্যালবামের পাশাপাশি হানি সিং কাজ করেছেন বহু হিন্দি ছবিতেও ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘ককটেল’, ‘সন অব সর্দার’, ‘লব সব তে চিকেন খুরানা’, ‘রেস টু’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘কি অ্যান্ড কা’, ‘ঝুঠা কহিঁ কা’ এবং ‘মুম্বই সাগা’৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shalini Talwar, Yo Yo Honey Singh