Yami Gautam Pregnant: ৫ মাসের অন্তঃসত্ত্বা, মা হতে চলেছেন ইয়ামি গৌতম! বলে ফেললেন পরিচালক স্বামী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Yami Gautam Pregnant: ইয়ামির আসন্ন ছবি 'আর্টিকেল ৩৭০'-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য় ধর জানালেন, 'বেবি অন দ্য ওয়ে'।
মুম্বই: বলিউডে খুশির খবর। জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম প্রথমবার মা হতে চলেছেন। তাঁর স্বামী পরিচালক আদিত্য ধর। বিয়ের ৩ বছরের মাথায় সন্তান আসার খবর দিলেন তারকা জুটি। বলিউডের চাকচিক্যের বাইরেই ইয়ামি-আদিত্যর দুনিয়া। তাই তো এই প্রেমের গল্পের টের পায়নি কেউ। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক পরিচালকের সঙ্গে সোজা বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন ইয়ামি গৌতম। এবার দুই থেকে তিন হওয়ার কথা জানালেন দুজনে।
ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই স্বামী আদিত্য় ধর জানালেন, ‘বেবি অন দ্য ওয়ে’। হবু মা-বাবার মুখে হাসির ঝলক। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ‘আর্টিকেল ৩৭০’-র ট্রেলার। লঞ্চ ইভেন্টে বরের হাত ধরেই হাজির নায়িকা। এই ছবির প্রযোজক আদিত্য ধর। সাদা ঢিলে গাউনের উপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোটে সাজলেন হবু মা।
advertisement
আরও পড়ুন: গ্যাস-অম্বল-ডায়াবেটিস নিয়ন্ত্রণের ‘মহৌষধ’! গাদা-গুচ্ছের ওষুধ না খেয়ে বাড়িতে শুক্তো বানিয়ে খান, রইল সহজ রেসিপি
আদিত্য জানান, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা’। বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়া সময়ের অপেক্ষা। তার মাঝেই ইয়ামি এবং তাঁর স্বামী পরিচালক আদিত্য ধরের বাবা-মা হওয়ার খবরে খুশির হাওয়া বলিউডে।
advertisement
advertisement
ঘনিষ্ঠ সূত্রে খবর, “ইয়ামি আর ধর খুব শিগগিরিই আনুষ্ঠানিকভাবে সন্তান আসার খবর দেবেন। যেহেতু দুজনেই এখন ‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারে ব্যস্ত। তাই সকলকে এই সুখবর জানানোর জন্য তাঁদের তর আর সইছে না।” সেটাই সত্যি হল সিনেমার প্রচারে এসেই সুখবর দিলেন স্বামী আদিত্য ধর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 5:00 PM IST