বিশ্ব সঙ্গীত দিবসে নতুন চমক, এবার ওয়েব সিরিজে সম্মান সঙ্গীত শিল্পীদের
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
করোনার ক্লান্তি ধীরে ধীরে কাটিয়ে উঠছে গোটা দেশ। আাবারও স্বাভাবিক জীবনের খোঁজে আমরা। বিশ্ব সঙ্গীত দিবসে ভারতীয় সঙ্গীত কিংবদন্তীদের ওয়েব সিরিজে সম্মান ।
#কলকাতা: করোনার ক্লান্তি ধীরে ধীরে কাটিয়ে উঠছে গোটা দেশ। আাবারও স্বাভাবিক জীবনের খোঁজে আমরা। বিশ্ব সঙ্গীত দিবসে ভারতীয় সঙ্গীত কিংবদন্তীদের ওয়েব সিরিজে সম্মান ।
শুরু হতে চলেছে কৌশিক ইভেন্টস এর উদ্যোগে এক অন্যধারার মিউজিক ওয়েব সিরিজ একুশে জুন থেকে। দেখা যাবে উদ্যোক্তাদের ইউটিউব চ্যানেল-এ। এই সিরিজে ভারতীয় সঙ্গীত কিংবদন্তীদের পাশাপাশি চলচ্চিত্র জগতের বেশ কিছু প্রখ্যাত শিল্পীদেরও সম্মান জানানো হবে আটটি ভিন্ন পর্বে। এই ওয়েব সিরিজটির নাম "এ ট্রিবিউট টু দ্য লেজেন্ডস" । পুরো সিরিজটির নির্মান, পরিকল্পনা এবং প্রযোজনা করেছেন কৌশিক ইভেন্টস। প্রতি পর্বে কিছু চিরকালীন সৃষ্টির ম্যাশআপ করা হয়েছে।
advertisement
প্রথম পর্বে রবি ঠাকুর, কিশোর কুমার, লতা মঙ্গেশকর,লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, মান্না দে, নচিকেতা চক্রবর্তী, আইয়ুব বাচ্চু, সোনু নিগম, কেকে,সাজিদ-ওয়াজিদ,রহমানের সংঙ্গীতের সঙ্গে ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবির গান থাকছে। বাকি পর্বগুলি সত্যজিৎ রায়, আর.ডি.বর্মন, সলিল চৌধুরী, গুলজার, যশ চোপড়া, ইল্লায়রাজা ও এ .আর. রহমান, খৈয়ামের স্মরণে করা হয়েছে । পুরো সিরিজটিতে জয় ভদ্র সংঙ্গীত আয়োজন করেছেন এবং শৌভিক মুখার্জি (সিতার), স্বরোজিত রাতুল গুহ (বাঁশি), সুপতনু গিরি (কীবোর্ড) এর মতো যন্ত্রসংগীত শিল্পীরা সমস্ত পর্বে সঙ্গীত পরিবেশন করেছেন। পুরো উদ্যোগের পেছনের আসল মানুষ কৌশিক ঘোষ বলেছেন, "এই লকডাউন চলাকালীন যন্ত্রসঙ্গীত শিল্পীরা তাঁদের উপার্জন হারিয়েছেন, এমনকী, অনলাইন লাইভ অনুষ্ঠানেও খুব একটা সুযোগও পাননি। তবে আমাদের শিল্পে তাদের অবদানটি ভুলে যাওয়া উচিত নয়। সামগ্রিকভাবে এটি আমাদের কিংবদন্তীদের পাশাপাশি যন্ত্রসংঙ্গীত শিল্পীদেরও একটি সম্মান জ্ঞাপন বলা যায় "।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2020 12:32 PM IST