'ও যেন লড়াই করে যেতে পারে', বললেন মমতার অবদানে আপ্লুত সৌমিত্র-জায়া

Last Updated:

বাইপাসের ধারে এক আর্ট গ্যালারিতে আবেগঘন পরিবেশ তৈরি হল মমতা বন্দোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায়ের আলাপচারিতায়।

#কলকাতা: উপলক্ষ্য ছিল শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬ তম জন্মদিনের আগে একটি রেট্রোস্পেকটিভ প্রদর্শনী। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রয়াত অভিনেতা, শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চ্যাটার্জি। বাইপাসের ধারে এক আর্ট গ্যালারিতে আবেগঘন পরিবেশ তৈরি হল মমতা বন্দোপাধ্যায় ও দীপা চট্টোপাধ্যায়ের আলাপচারিতায়।
বৃহস্পতিবার বিকেলে সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। যেখানে হাজির ছিলেন সৌমিত্রবাবুর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, কন্যা পৌলমী বসু, পুত্র সৌগত চট্টোপাধ্যায়। ছিলেন মন্ত্রী-নাট্যকার-অভিনেতা ব্রাত্য বসু, নাট্যকার-অভিনেতা কৌশিক সেন ও দেবশঙ্কর হালদার। চিত্র শিল্পী যোগেন চৌধুরী ও শুভাপ্রসন্ন। সেখানেই দীপাদেবী জানান, "নানা রকম পোস্টার ও ছবি দেখে আমি মুগ্ধ। আপনাদের আবেগ, স্মৃতি যে ভাবে ধরে রেখেছেন, যে ভালোবাসা দিয়েছেন তা মনে রাখার মতো৷ আপনারা সফল হবেন।"
advertisement
আবেগমথিত গলায় দীপাদেবী বলতে থাকেন,  "যারা এসেছেন তাঁরা আমার পরিবার। আমি আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিনি। সুভাষ মুখোপাধ্যায়ের কাছে বারবার শুনেছি৷ সৌমিত্রর জন্যে চিকিৎসা ও শেষ যাত্রায় উনি যা করেছেন তাতে আমি বিশেষ কৃতজ্ঞ। অনেক অন্ধকারের মধ্যে উনি আমাদের আলো দিয়েছেন৷ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ও যেন লড়াই করে যেতে পারে। এটাই ভগবানের কাছে প্রার্থনা। আমার ভালোবাসা ও পরিবারের ভালোবাসা ওর জন্যে থাকল।"
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী যদিও তার বক্তব্যে জানিয়েছেন, "কোনও কিছুর প্রয়োজন হলে দীপাবউদি আপনি আমাকে আদেশ করবেন। আমি করে দেব।" এদিনের আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, উত্তমকুমারের প্রয়াণের পরে তাঁর পরিবারকে সাহায্য করার কথা। সুপ্রিয়া দেবীর জন্যে বাড়ি খুঁজে দেওয়া হোক বা অন্য শিল্পীদের পাশে দাঁড়ানো, সবটাই তিনি সাধ্যমতো করেছেন।
এমনকী সৌমিত্র বাবুর নাতি যখন দূর্ঘটনায় পড়ে তখনও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি৷ তবে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "ওঁরা অনেকেই যোগাযোগ রেখেছেন। কতটা করতে পেরেছি আমি জানিনা। তবে আন্তরিকতা আমার ছিল। এটা কৃতিত্ব দেওয়ার ব্যাপার নয়৷ এটা করা আমার দায়িত্ব। এইটুকু কাজ যদি আমি না করতে পারি, তাহলে আমি কিসের মানুষ।"
advertisement
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন সৌমিত্র চ্যাটার্জির ট্রাস্টের জন্যে যে ধরণের সাহায্য লাগবে সেই ব্যয়ভার সরকার বহন করবে। আগামী ১৫ তারিখ থেকে ৩১ তারিখ অবধি চলবে এই প্রদর্শনী। এদিন সৌমিত্রবাবুর কন্যা পৌলমী বসু জানিয়েছেন, "বাবার জন্মদিন সুন্দর করে শুরু করতে পারলাম। ছয় বছর ধরে চেষ্টা করছিলাম বাবার কাজ নিয়ে আর্কাইভ করার। তাই আর্ট ফাউন্ডেশন করার ইচ্ছে ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশন করা হল। কৌশিক সেন ও দেবশঙ্কর হালদার যাদের দু'জন কে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসতেন। তারাও এগিয়ে এলেন। শিল্পকলায় প্রমিসিং কাউকে পেলে তাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ট্রাস্ট কাজ করবে।"
advertisement
এ দিন মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন দীপাদেবীর। দীপাদেবীও তাকে কন্যাসম বলে অভিহিত করেন। সৌমিত্রবাবুর পরিবারের সদস্য হিসাবে তিনি একদিন তাঁর নাতিকে দেখতে যাবেন বলেও জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ও যেন লড়াই করে যেতে পারে', বললেন মমতার অবদানে আপ্লুত সৌমিত্র-জায়া
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement