Police at Malaika Arora's House: মালাইকার বাড়িতে পুলিশ কেন? সুন্দরীর মুখ ফ্যাকাশে?

Last Updated:

Malaika Arora| Mumbai Police: বিদেশ থেকে ফিরে এসেই মালাইকা মুখোমুখি পুলিশের৷

#মুম্বই: খবরে থাকেন মালাইকা আরোরা৷ সেই চর্চার বিষয় হয় প্রধানত তাঁর পোশাক বা তাঁর সুগঠিত শরীর৷ তবে এবার তাঁর বাড়িতে পুলিশ হাজির হওয়ায়, তিনি উঠে এলেন শিরোনামে৷ এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা গিয়েছে যে মালাইকার বাড়িতে মুম্বই পুলিশ কর্তারা৷ সোফায় বসে রয়েছেন মালাইকা৷ তাঁর সঙ্গে কথা বলছেন পুলিশ অফিসাররা৷ কী কথা হচ্ছে, তা যদিও শোনা যাচ্ছে না৷ কাঁচের আড়ালে রয়েছেন তাঁরা সকলে৷ তাহলে কী কোনও সমস্যায় পড়লেন সুন্দরী? কী হল তাঁর? শুরু হয় জল্পনা৷
এর আগেই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজের ভাই ও বাবার কাছে খুনের হুমকি এসেছিল৷ সলমন খান ও সলিম খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় (Salman Khan-Salim Khan Death Threat )৷ তাঁদের হাল সিধু মুসে ওয়ালার মতো হবে বলে হুমকি মেলে৷ কিছুদিন আগেই পঞ্জাবের বিখ্যাত গায়ক ও রাজনীতিক সিধু মুসা ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়৷ ফলে সলমন ও তাঁর বাবা সলিম খানের কাছে এমন হুমকি আসার পর থেকেই তৎপর মুম্বই পুলিশষ বান্দ্রায় সলমনের বাড়িতে বাড়তি সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ উচ্চপদস্থ পুলিশ কর্তারাও কথা বলেছেন বলিউড সুপারস্টারের সঙ্গে৷ এসবের মধ্যেই আবার মালাইকার বাড়িতে আবার পুলিশের হাজির হওয়া নিয়ে প্রশ্ন উঠছে৷
advertisement
advertisement
advertisement
যদিও সূত্রের খবর, একটি অনুষ্ঠানে মালাইকাকে আমন্ত্রণ জানাতে তাঁর কাছে হাজির হয়েছিলেন পুলিশ কর্তারা৷ তাই মালার বাড়িতে এসেছিলেন তাঁরা৷ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা হয় অভিনেত্রীর৷ কথা শেষ করে তিনি ফ্ল্যাটের লিফ্টে উঠে যান৷
advertisement
advertisement
দিন কয়েক আগেই তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা৷ সেখানেও তিনি সকলের নজর কাড়েন৷ মনোরম পরিবেশে, আসাধারণ সব পোশাকে মালাইকা ছিলেন অতুলনীয়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Police at Malaika Arora's House: মালাইকার বাড়িতে পুলিশ কেন? সুন্দরীর মুখ ফ্যাকাশে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement