বনশালির পার্টিতে গেলেন না দীপিকা, গুঞ্জনে অন্য গন্ধ!

Last Updated:

ঠিক কী হয়েছে, তা একমাত্র জানেন দীপিকা পাড়ুকোনই ৷ তবুও দীপিকা বলে কথা ৷ গুঞ্জন তো রটবেই ৷ গপ্পোটা হল, ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য ৬ টা জাতীয় পুরস্কার পেয়ে আপ্লুত সঞ্জয়লীলা বনশালি ৷

#মুম্বই: ঠিক কী হয়েছে, তা একমাত্র জানেন দীপিকা পাড়ুকোনই ৷ তবুও দীপিকা বলে কথা ৷ গুঞ্জন তো রটবেই ৷ গপ্পোটা হল, ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য ৬ টা জাতীয় পুরস্কার পেয়ে আপ্লুত সঞ্জয়লীলা বনশালি ৷ সেই খুশিতেই রবিবার রাতে পার্টি দিয়েছিলেন সঞ্জয় ৷ সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের তাবড়রা ৷ ছিলেন ‘বাজিরাও’ রণবীর সিংও ৷ কিন্তু কেউ, কোথায় খুঁজে পেলেন না দীপিকা মস্তানিকে ৷ এদিকে দীপিকা ছিলেন মুম্বইতেই ৷ তাহলে কী জেনে বুঝেই বনশালির পার্টিতে এলেন না তিনি ? নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন এরকমই ৷ গুঞ্জনে উড়ে এল, দীপিকার ঝুলিতে অনেক হিট ৷ কিন্তু জাতীয় পুরস্কার জুটল না তাঁর কপালে ৷ দীপিকা নাকি আশা করেছিলেন ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পাবেন তিনি ৷ কিন্তু টুক করে তা ছিনিয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত ! ব্যস, সেই দুঃখেই নাকি সঞ্জয়ের পার্টিকে এড়িয়ে গিয়েছেন পাড়ুকোন কন্যা ! তবে দীপিকার বন্ধুরা এই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন, তাঁদের কথায় দীপিকা একটু বিশ্রাম চাইছেন ৷ চাইছেন পরিবারকে সময় দিতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বনশালির পার্টিতে গেলেন না দীপিকা, গুঞ্জনে অন্য গন্ধ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement