Anurag Kashyap-Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে কেন কাজ করেন না অনুরাগ? বাদশাকে কাস্ট না করার কারণ খোলসা করলেন কাশ্যপ!

Last Updated:

Anurag Kashyap-Shah Rukh Khan: এক সময় রণবীর কাপুর, করণ জোহর এবং অনুষ্কা শর্মার মতো বলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে তৈরি করেছিলেন ‘বম্বে ভেলভেট’। অথচ সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।

শাহরুখের সঙ্গে কেন কাজ করেন না অনুরাগ? বাদশাকে কাস্ট না করার কারণ খোলসা কাশ্যপের
শাহরুখের সঙ্গে কেন কাজ করেন না অনুরাগ? বাদশাকে কাস্ট না করার কারণ খোলসা কাশ্যপের
মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কেন কখনওই কাজ করতে পারবেন না, এবার সেই বিষয়ে মুখ খুললেন বি-টাউনের জনপ্রিয় চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। এক সময় রণবীর কাপুর, করণ জোহর এবং অনুষ্কা শর্মার মতো বলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে তৈরি করেছিলেন ‘বম্বে ভেলভেট’। অথচ সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। এবার শাহরুখ খানের সঙ্গে এখনও পর্যন্ত কোনও কাজ না করার কারণ হিসেবে তাঁর বিশাল ভক্ত সংখ্যাকেই দায়ী করলেন অনুরাগ।
‘হিউম্যানস অফ সিনেমা’-র একটি সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ কাশ্যপকে প্রশ্ন করা হয়েছিল যে, কিং খানের প্রতি তাঁর এত মুগ্ধতা থাকা সত্ত্বেও কেন এখনও পর্যন্ত কাজ করেননি তিনি! জবাবে অনুরাগ বলেন, “শাহরুখ অভিনীত আমার প্রিয় ছবি হল ‘চক দে ইন্ডিয়া’। শুধু তা-ই নয়, ‘কভি হাঁ কভি না’ ছবিও রয়েছে পছন্দের তালিকায়। কেরিয়ারের শুরুর দিকে এসআরকে প্রত্যেকের সঙ্গে কাজ করেছেন। তবে এখন শাহরুখ খানের সঙ্গে ছবি করা প্রায় অসম্ভবই বলা চলে! একবার আমার প্রচণ্ড ইচ্ছা হয়েছিল। আমার তো তাঁকে খুবই ভাল লাগে। কিন্তু এখন আমি ভক্তদের ভীষণ ভয় পাই। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে নামীদামি তারকাদের বড়সড় ফ্যানবেসকে বড় ভয় হয়। আসলে ভক্তদের জন্যই অভিনেতারা টাইপকাস্ট হয়ে যান আর ভক্তরা বারবার একই ভূমিকায় পছন্দের তারকাকে দেখতে চান। ফলে তেমনটা না হলে ভক্তরা বিষয়টিকে প্রত্যাখ্যান করেন। সেই কারণে তারকারাও পর্যন্ত নতুন কিছু চেষ্টা করতে ভয় পান।”
advertisement
advertisement
জনপ্রিয় চিত্র পরিচালক আরও বলেন যে, “আসলে আমি যেভাবে চাই, সেভাবেই ছবি বানাব। সেটা শুধুমাত্র ভক্তদের জন্য হবে না। কিন্তু এর পরবর্তীতে যা ঘটবে, তার প্রতিক্রিয়া কিংবা পরিণতির জন্য অনেকটাই মাসুল গুনতে হবে। ফলে এসআরকে-র যে বিশাল ব্যাপার, সেটা পূরণ করার ক্ষমতা আমার নেই। যদি শাহরুখের ‘ফ্যান’ ছবিটি ভাল চলত, তাহলে আমি তাঁর সঙ্গে কাজ করার সাহসটা অন্তত দেখাতে পারতাম।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anurag Kashyap-Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে কেন কাজ করেন না অনুরাগ? বাদশাকে কাস্ট না করার কারণ খোলসা করলেন কাশ্যপ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement