হেপাটাইটিসের বিরুদ্ধে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার ডাক দিলেন বিগ বি

Last Updated:
#কলকাতা: ‘কুলি’-র শ্যুটিং চলছিল তখন ৷ তখনই গুরুতরভাবে আহত হয়েছিলেন বলিউডের শাহেনসা অমিতাভ বচ্চন ৷ আঘাত এতটাই গুরুতর ছিল যে বিগ বিকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সে সময় যে কী খারাপ সময় গিয়েছে! যমে-মানুষে টানাটানি ৷ ডাক্তারেরা জানিয়ে দেন যে, অমিতাভ বচ্চনের শরীরে বিপুল পরিমাণে রক্তের প্রয়োজন। আর তখনই এগিয়ে আসেন অমিতাভের অগণিত ভক্তেরা। তাঁদের মধ্যে থেকেই ২০০ জন রক্ত দিয়েছিলেন তাঁদের প্রিয় অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য। আর এখানেই বিপদ! এই ২০০ জন রক্তদাতার মধ্যে কোনও একজন হেপাটাইটিস-বি রোগের বাহক ছিলেন। ব্যাস! সেখান থেকেই এই বিপজ্জনক রোগটি বাসা বাঁধে অভিনেতার দেহে।
অমিতাভ কিন্তু প্রথমে একেবারেই বুঝতে পারেননি যে তিনি 'হেপাটাইটিস-বি আক্রান্ত হয়েছেন। তিনি যখন বোঝেন, ততক্ষণে তাঁর লিভারের ৭৫ শতাংশ অকেজো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু তিনি সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তাই তিনি সেরে উঠতে পেরেছিলেন। বচ্চন এও জানিয়েছেন যে দেশের অধিকাংশ গরিব মানুষের তো এই রোগের চিকিৎসা বা রোগ নির্ণয় করার জন্য পরীক্ষা করানোর খরচটুকুও সামলাবারও আর্থিক ক্ষমতা নেই। তাই তিনি 'হেপাটাইটিস-বি' সংক্রান্ত প্রচারের মাধ্যমে দেশবাসীকে এই রোগের সম্পর্কে সচেতন করে তুলতে বদ্ধপরিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হেপাটাইটিস বি ভাইরাস বিষয়ক শুভেচ্ছা দূত অমিতাভ বচ্চন দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ঘাতক ব্যাধি হেপাটাইটিস নির্মূলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, এই ঘাতক রোগ সনাক্ত করে যথাসময়ে চিকিৎসা করতে হবে।
advertisement
এ প্রসঙ্গে WHO’র দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল বলেন, ‘‘এ বছর এই অঞ্চলে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে ৪ লাখ ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যা ম্যালেরিয়া এইচআইভি’তে মৃতের সংখ্যার চেয়েও বেশি।’’
advertisement
লিভার ক্যান্সার ও সিরোসিস আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হেপাটাইটিস বি ভাইরাস। এই রোগ নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব দিতে সকলের প্রতি পরামর্শ দেন তিনি। জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসাবে উল্লেখ করে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলে আজ সদস্য দেশগুলো একটি আঞ্চলিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
হেপাটাইটিসের বিরুদ্ধে ‘জরুরি ব্যবস্থা’ নেওয়ার ডাক দিলেন বিগ বি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement