Malaika Arora: আরবাজের সঙ্গে বিচ্ছেদের আগের রাতে ঘটেছিল সেই ঘটনা... আজও শিউরে ওঠেন মালাইকা
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
অথচ দীর্ঘ ১৯ বছর সংসার করার পরে ভাঙন ধরে আরবাজ-মালাইকার দাম্পত্যে। সেই খবরে তাজ্জব হয়ে যান ভক্তরা।
তরুণ বয়সেই একে অপরের প্রেমে পড়েছিলেন মালাইকা অরোরা এবং আরবাজ খান। এরপর সেই প্রেম গড়ায় বিয়েতে। ১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০০২ সালে তাঁদের কোল আলো করে জন্মায় প্রথম সন্তান আরহান। অথচ দীর্ঘ ১৯ বছর সংসার করার পরে ভাঙন ধরে আরবাজ-মালাইকার দাম্পত্যে। সেই খবরে তাজ্জব হয়ে যান ভক্তরা।
নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’-য় ‘ছাইয়া ছাইয়া গার্ল’ মালাইকা বলেছিলেন যে, আরবাজকে তিনিই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর নিজের বাড়ি থেকে বেরিয়ে আসার জন্যই শুধুমাত্র আরবাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।
বছর কয়েক আগে মালাইকা জানিয়েছিলেন যে, তিনি বিচ্ছেদের পথে এগোন, সেটা তাঁর পরিবার চাননি। করিনা কাপুর খানের রেডিও শো-এ এই প্রসঙ্গে মালাইকা যা বলেছিলেন, সেটাই উল্লেখ করেছে ইন্ডিয়া টুডে। মালাইকার কথায়, “আমার মনে হয়, সকলে প্রথমে এটা না করারই পরামর্শ দিয়েছিলেন। কেউ তো আর আপনাকে বলবেন না যে, হ্যাঁ হ্যাঁ, এগিয়ে যাও, আর এটা করো। এটাই প্রথম বিষয় যে, ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিতে হবে। আমাকেও এর মধ্যে দিয়ে যেতে হয়েছে।”
advertisement
advertisement
স্মৃতির পথে হেঁটে অভিনেত্রী আরও বলেন যে, “আমাদের যেদিন বিবাহবিচ্ছেদ হল, তার আগের দিন রাতেও আমার পরিবার আমার সঙ্গে বসেছিল। তাঁরা জানতে চেয়েছিলেন, তুমি নিশ্চিত তো? নিজের সিদ্ধান্ত নিয়ে কি ১০০ শতাংশ নিশ্চিত তুমি? আর এঁরাই সেই মানুষ, যাঁরা আমার বিষয়ে ভাবেন এবং উদ্বিগ্নও! সেই কারণে এটা তো তাঁরা বলবেনই।” অভিনেত্রীর কথায়, “প্রত্যেকে বলেছিলেন যদি তুমি এই সিদ্ধান্তটা নিয়ে থাকো, তাহলে আমরা সত্যিই তোমার জন্য গর্বিত বোধ করি। আর আমাদের চোখে তুমি একজন দৃঢ়চেতা মহিলা।”
advertisement
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরে ২০২৩ সালের ডিসেম্বর মাসে মেক-আপ শিল্পী শুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন আরবাজ খান। অন্যদিকে, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। যদিও মালাইকা আর অর্জুনের মধ্যে সব কিছু ঠিক নেই বলেও জোর চর্চা চলছে সংবাদমাধ্যমে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 3:48 PM IST