Mimi Chakraborty: হাওয়ায় উড়ল পোশাক-টুপি! চরম বেকায়দায় মিমি, প্লেনে উঠতে গিয়ে যা হল নায়িকার...! রইল ভিডিও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mimi Chakraborty: গাড়ি থেকে নামতেই চরম বিপাকে পড়েছেন নায়িকা৷ প্রচন্ড হাওয়ায় উড়ে গেল মিমির পোশাক-টুপি৷ কোনওরকমে টুপি-পোশাক সামলে দৌঁড়ে গিয়ে প্লেনে উঠলেন নায়িকা৷ এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সর্বদাই খবরের শিরোনামে থাকেন৷ সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী৷ নিজের ভাল মন্দ সবটাই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করলেন মিমি, যা দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা৷
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মিমি৷ যেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামতেই চরম বিপাকে পড়েছেন নায়িকা৷ প্রচন্ড হাওয়ায় উড়ে গেল মিমির পোশাক-টুপি৷ কোনওরকমে টুপি-পোশাক সামলে দৌঁড়ে গিয়ে প্লেনে উঠলেন নায়িকা৷ এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও৷
advertisement
advertisement
প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী৷ বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতেই দেখা যাবে মিমিকে৷ এর আগেও শাকিবের সঙ্গে কাজ করেছেন বাংলার নায়িকা শ্রাবন্তী, ইধিকা৷ এবার পালা মিমির৷ ছবির প্রচারের জন্যই বাংলাদেশের ঢাকাতে এসেছিলেন নায়িকা৷ জোরকদমে চলছে ছবির প্রচার৷ গতকাল বুধবার দুপুরের কলকাতা থেকে বাংলাদেশে আসেন মিমি। এরপর রাজধানীর এক পাঁচতারা হোটেলে বিশ্রাম নিয়ে বুধবার সন্ধ্যায় ওয়েস্টিনে সিনেমাটির সংবাদিক সম্মেলনে অংশ নেন তিনি।
advertisement
শাকিবের সঙ্গে অভিনয় করতে পেরে প্রচন্ড উচ্ছসিত মিমি চক্রবর্তী৷ বাংলাদেশে সিনেমার প্রচারে এসে তা নিজেই জানালেন অভিনেত্রী৷ শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে অভিনেত্রীর বলেন, মেগাস্টার শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা একটি বিরাট বিষয় ছিল আমার জন্য৷ ‘তুফান’ ছবিতেই একসঙ্গে দেখা যাবে মিমি ও শাকিবকে৷ ‘ তুফান’ ছবির প্রচারে এসেই তুফানের জন্যই চরম বেকায়দায় পড়লেন মিমি চক্রবর্তী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 8:43 PM IST