বিয়ের আসরে রাজ ও শুভশ্রী, দেখুন প্রথম ছবি

Last Updated:
#বজবজ: প্রতীক্ষার অবসান ৷ বিয়ের আসরে হাজির হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ আর মাত্র কিছু সময় এরপরেই চার হাত এক হতে চলেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৷
টলিউডের মেগা বিয়ে বলে কথা। সাত পাকে বাঁধা পড়ছেন 'রাজশ্রী'। গোধূলি লগ্নে বিয়ে। শুভশ্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বাঙালি মতেই হবে বিয়ের অনুষ্ঠান।
32222643_999040523591688_3434858622771789824_n
advertisement
নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষ, সৃজিত, পদ্মনাভ দাশগুপ্ত ছাড়া, নীল রায় ও ফালাক রশিদ-সহ টলিটাউনের আরও অনেক হেভিওয়েটরা!
advertisement
32238405_1857374880981440_359568902469976064_n
সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে এলাহি ব্যাপার ৷ কেমন সাজে সেজে উঠতে চলেছেন এই দুই তারকা সেই সমস্ত কিছুর হদিশ দিলেন রাজের খুব কাছের বন্ধু নীল রায় ৷
32313108_10214000907729250_8267763833792102400_n
advertisement
তিনি জানিয়ছেন, নাম করা ডিজাইনারদের সাজে সেজে উঠেছেন ৷ শুভশ্রী সেজেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে ৷
32247274_999040650258342_5855720637129031680_n (1)
আর রাজের বর-পোশাকের ডিজাইন করেছেন রাজ বন্দ্যোপাধ্যায় ৷
32215495_1857375207648074_8561356807325351936_n
সবুজ রংয়ের ডিজাইনার পাঞ্জাবিতে সেজেছেন রাজ ৷ ইতিমধ্যেই তিনি হাজির হয়ে গিয়েছেন  ছাদনাতলায় ৷ তাঁকে বরণ করে নিচ্ছেন শুভশ্রীর বাড়ির মহিলারা ৷
advertisement
ছবি সৌজন্যে : নীল রায় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আসরে রাজ ও শুভশ্রী, দেখুন প্রথম ছবি
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement