জলে ডুবে গিয়েছে পুরীর জগন্নাথের রথের চাকা, ঘটনার সাক্ষী এই টলি অভিনেত্রী

Last Updated:
#কলকাতা: আজই উল্টোরথ ৷ তার আগে পূর্বাভাস মেনেই বৃষ্টিতে ভাসল পুরী ৷ রেকর্ড বৃষ্টিতে জলে থই থই পুরী মন্দির চত্বর ৷
জানা গিয়েছে, জলের তলায় চলে গিয়েছে পুরীর গ্র্যান্ড রোড ৷ এই পথ দিয়েই উল্টো রথের যাত্রা হওয়ার কথা ৷ কিন্তু সেই পথই আপাতত জলে ডুবে গিয়েছে ৷ জল সরাতে উদ্যোগ নিয়ে প্রশাসন ৷ ২৪টি পাম্প বসিয়ে জল সরানোর কাজ চলছে ৷ গত শুক্রবার রাত থেকেই ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পুরী মন্দির চত্বরে ৷ পীঠাপুর, সীতাহাট, রক্সি লেন এবং বাদামবাড়ির পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ৷ একইসঙ্গে অত্যাধিক জল জমে যাওয়ার কারণে থমকে গিয়েছে গোটা পুরী ৷
advertisement
4
advertisement
পুরীর রথের সামনে সুচন্দ্রা ভানিয়া ৷ ছবি: ফেসবুক ৷
আর এর মধ্যেই পুরীতে ছুটি কাটাতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া ৷ দিয়েছেন পুজোও ৷ তব্বে উল্টোরথের আগের দিন যেভাবে রথের চাকা জলের তলায় ডুবে রইল, তা দেখে তাজ্জব তিনি ৷ তাই সেই চিত্র মোবাইল বন্দি করে পোস্ট করলেন নিজের ফেসবুক পেজে ৷
advertisement
সুচন্দ্রাকে দেখা গিয়েছে ‘চতুষ্কোণ’ ও ‘কলকাতায় কলম্বাস’-এর মতো ছবিতে ৷ এর পাশাপাশি তিনি অনিন্দ্য বিকশ দত্তের ‘নীলাচলে কিরীটী’ছবিতেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ এর পাশাপাশি বলিউডেও পাড়ি জমাতে চলেছন এই অভিনেত্রী ৷ কথা হয়ে গিয়েছে জাতীয় পুরস্কারপ্রাক্ত চলচ্চিত্র পরিচালক হনসল মেহতার সঙ্গে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জলে ডুবে গিয়েছে পুরীর জগন্নাথের রথের চাকা, ঘটনার সাক্ষী এই টলি অভিনেত্রী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement