টম ক্রুজকে এভাবেই টক্কর দেবেন সিদ্ধার্থ মালহোত্রা !
Last Updated:
এর আগে ছিলেন হৃত্বিক ৷ আর এবার সিদ্ধার্থ মালহোত্রা ৷ দু’জনেই নিজের মতো করে টেক্কা দিতে চেয়েছেন হলিউডি নায়ক টম ক্রুজ ৷
#মুম্বই: এর আগে ছিলেন হৃত্বিক ৷ আর এবার সিদ্ধার্থ মালহোত্রা ৷ দু’জনেই নিজের মতো করে টেক্কা দিতে চেয়েছেন হলিউডি নায়ক টম ক্রুজকে ৷ হৃত্বিক করেছিলেন ব্যাং ব্যাং ৷ আর সিদ্ধার্থ মালহোত্রার ছবির নাম জেন্টালম্যান ৷
প্রকাশ্যে এল জেন্টালম্যান ছবির ট্রেলার ৷ এই ট্রেলারেই দেখা গেল অ্যাকশন প্যাকড সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে জ্যাকলিনকে৷ জ্যাকলিনও এই ছবিতে একেবারেই অ্যাকশন অবতারে ৷
এই ছবি নাইট অ্যান্ড ডে ২ ছবি থেকে অনু্প্রাণিত ৷ ঘরানা অনুযায়ী, এই ছবি একেবারেই স্পাই থ্রিলার ৷ জানা গিয়েছে, এই ছবিতে বেশিরভাগ স্টান্ট নাকি নিজেই করেছেন সিদ্ধার্থ ৷ তবে জ্যাকলিনও কিছু কম যান না ৷ শুধু নাচ, গান নয় ! এই ছবিতে জ্যাকলিনও একেবারে অ্যাকশন প্যাকড !
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2017 3:20 PM IST