#মুম্বই: এর আগে ছিলেন হৃত্বিক ৷ আর এবার সিদ্ধার্থ মালহোত্রা ৷ দু’জনেই নিজের মতো করে টেক্কা দিতে চেয়েছেন হলিউডি নায়ক টম ক্রুজকে ৷ হৃত্বিক করেছিলেন ব্যাং ব্যাং ৷ আর সিদ্ধার্থ মালহোত্রার ছবির নাম জেন্টালম্যান ৷
প্রকাশ্যে এল জেন্টালম্যান ছবির ট্রেলার ৷ এই ট্রেলারেই দেখা গেল অ্যাকশন প্যাকড সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে জ্যাকলিনকে৷ জ্যাকলিনও এই ছবিতে একেবারেই অ্যাকশন অবতারে ৷
এই ছবি নাইট অ্যান্ড ডে ২ ছবি থেকে অনু্প্রাণিত ৷ ঘরানা অনুযায়ী, এই ছবি একেবারেই স্পাই থ্রিলার ৷ জানা গিয়েছে, এই ছবিতে বেশিরভাগ স্টান্ট নাকি নিজেই করেছেন সিদ্ধার্থ ৷ তবে জ্যাকলিনও কিছু কম যান না ৷ শুধু নাচ, গান নয় ! এই ছবিতে জ্যাকলিনও একেবারে অ্যাকশন প্যাকড !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Hollywood, Siddharth Malhotra, Tom cruise