‘আচ্ছে দিন’ নিয়ে বাঁকা মন্তব্য করায় বিতর্কে বিশাল দদলানি !
Last Updated:
এই ট্রেন্ড নতুন নয়, এর আগে শাহরুখ, আমির, ইরফান, রজনীকান্ত সবাই বিতর্কে জড়িয়েছে দেশের রাজনীতির বিরুদ্ধে কথা
#মুম্বই: এই ট্রেন্ড নতুন নয়, এর আগে শাহরুখ, আমির, ইরফান, রজনীকান্ত সবাই বিতর্কে জড়িয়েছে দেশের রাজনীতির বিরুদ্ধে কথা বলে ৷ বিশেষ করে মোদি সরকারের বিরুদ্ধে কথা বলে বার বার বিতর্কে এসেছেন বলিউডের সেলিব্রিটিরা ৷ আর এবার এমনটি করে বসলেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ৷
সম্প্রতি বিশাল দদলানি করা এক ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠল ৷ বিশাল ট্যুইট করে সমালোচনা করে বসলেন জৈন দীগম্বর সন্ন্যাসী শ্রী তরুণ সাগরকে ৷
কিছুদিন আগে হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷
advertisement
advertisement
বিশাল ট্যুইট করে লেখেন, ‘এই আচ্ছে দিনের জন্য আপনারা ভোট করেছেন? এটা তো আচ্ছে নয়, নো কাচ্ছে দিন !’
জৈন সন্ন্যাসী তরুণ সাগর দীগম্বর সন্ন্যাসী ৷ যিনি বস্ত্র ত্যাগ করেছেন ৷ সেই অবস্থাতেই তিনি বিধানসভায় বক্তব্য পেশ করায়, বিশালের এরকম মন্তব্য ৷ তবে বিশালের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালসব দেশের অন্যান্য নেতারা ৷
advertisement
I met Shri Tarun Sagar ji Maharaj last year. Our family regularly listens to his discourses on TV. We deeply respect him and his thoughts
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 27, 2016
বিশাল অবশ্য নতুন করে ট্যুইট করে পুরো বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন ৷ এবং বার বার বলেছেন, শ্রী তরুণ সাগরকে অপমান করার মতো কোনও উদ্দেশ্যেই ছিল না ৷
advertisement
I apologise to you too, wholeheartedly, Sir. I hope that religion and governance can be separated, for India's sake. https://t.co/1che7haOZy — VISHAL DADLANI (@VishalDadlani) August 27, 2016
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2016 2:34 PM IST


