বিরাট গুঞ্জন, ৩৪ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন কোহলি !
Last Updated:
তাহলে কি, যা রটছে, তা ঠিকই রটছে ! আর হচ্ছে, তা ঠিকই হচ্ছে ! সে তো বলবে সময়, কিন্তু সময়ের আগেই বিরাট কোহলি সব যেন সামলে নিচ্ছেন !
#মুম্বই: তাহলে কি, যা রটছে, তা ঠিকই রটছে ! আর হচ্ছে, তা ঠিকই হচ্ছে ! সে তো বলবে সময়, কিন্তু সময়ের আগেই বিরাট কোহলি সব যেন সামলে নিচ্ছেন !
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ! সম্প্রতি খবরে এসেছে বিরাট কোহলি নাকি চড়া দামে ফ্ল্যাট কিনেছেন মুম্বইয়ের ওরলি একালায় ৷ আর ফ্ল্যাটটির দাম ৩৪ কোটি টাকা ! শুধু টাকাতেই ৩৪ নয়, ৩৪ তলাতেই রয়েছে বিরাটের ফ্ল্যাট ! ৭,১৭১ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ৷ এই কমপ্লেক্সের অন্য টাওয়ারে নাকি থাকেন যুবরাজ সিংও ৷
advertisement
তবে খবরটা শুধু ফ্ল্যাট কেনার নয় ৷ বেশ কয়েকমাস আগে এই ফ্ল্যাটটি নাকি অনুষ্কার সঙ্গে দেখতে এসেছিলেন বিরাট কোহলি ৷ এমনিতেই গুঞ্জনে উড়েছে, বিরাট ও অনুষ্কার বিয়ে নাকি হবে খুব শীঘ্রই ৷ বুদাপেস্ট থেকে মুম্বইতে ফিরে অনুষ্কা নাকি যাবেন বিরাটের বাড়ি ৷ আর তা নিয়েই চারিদিকে গুঞ্জন, অনুষ্কা নাকি এবার বিরাটকে বিয়ে করেই ছাড়বেন !
advertisement
advertisement
প্রেম আছে, কী প্রেম নেই ! বিরাট-অনুষ্কার প্রেম পর্ব নিয়ে এটাই ছিল মূল বিতর্ক ৷ প্রকাশ্যে না হলেও, বিরাটকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলেছিলেন অনুষ্কা৷ অন্যদিকে বিরাটও মানিয়ে নিয়েছিলেন নিজেকে ৷ সোশ্যাল নেটওয়ার্কিংয়েও দু’জনে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন ৷ সবাই ভেবেছিল বিরাট-অনুষ্কার প্রেমপর্বে ইতি ৷ কিন্তু আইপিলের সময় থেকেই পুরনো প্রেম বাড়তে থাকে আরও ৷ ফের নিয়মিত দেখা করেন বিরুস্কা !
advertisement
গুঞ্জনে এসেছে বিরাট ও অনুষ্কার মধ্যে সব নাকি ঠিক ৷ খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন দু’জনে ৷ আপাতত, অনুষ্কা ব্যস্ত রয়েছেন ‘সুলতান’ ছবির শ্যুটিংয়ে ৷ ‘সুলতান’-এর জন্য অনুষ্কা উড়ে গিয়েছেন বুদাপেস্টে ৷ মুম্বই বিমান বন্দরে অনুষ্কাকে ছাড়তেও এসেছিলেন বিরাট কোহলি ৷
গুঞ্জনে এসেছে বুদাপেস্ট থেকে ফিরে নাকি অনুষ্কা যাবেন দিল্লিতে বিরাটের বাড়িতে ৷ বিরাটের ফ্যামিলির সঙ্গে দেখা করাই নাকি এখন মূল উদ্দেশ্য অনুষ্কার ৷ তবে এই সব নিয়ে আপাতত কিছুই বলতে নারাজ বিরাট ও অনুষ্কা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 17, 2016 5:56 PM IST









