ভাঙছে বিরাট-অনুষ্কা জুটি !

Last Updated:

ফের ব্রেকআপ বলিউডে ৷ এবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ মুম্বইয়া হাওয়ায় আপাতত রটেছে এরকমটাই ৷ গপ্পোটা কি? হঠাৎ করে এই রটনার কারণ? উত্তর রয়েছে সোশ্যাল নেটওর্য়াকিং সাইট ইনস্টাগ্রামেই !

#মুম্বই: ফের ব্রেকআপ বলিউডে ৷ এবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ মুম্বইয়া হাওয়ায় আপাতত রটেছে এরকমটাই ৷ গপ্পোটা কি? হঠাৎ করে এই রটনার কারণ? উত্তর রয়েছে সোশ্যাল নেটওর্য়াকিং সাইট ইনস্টাগ্রামেই !
গপ্পোটা হল, বেশ কিছুদিন হল ইনস্টাগ্রাম থেকে বিরাট কোহলিকে বাদ দিয়েছেন অনুষ্কা শর্মা ৷ খবর অনুযায়ী, প্রায় একমাস হল অনুষ্কার ফলোয়ার লিস্টে নেই বিরাট ! তবে ইনস্টাগ্রামের বাইরেও রয়েছে আরেক গল্প ৷ গুঞ্জনে শোনা গিয়েছে, বিয়ে করা নিয়েই যত্ত ঝামেলা বিরাট আর অনুষ্কার ৷ বিরাট নাকি চান এই বছরেই বিয়েটা সেরে ফেলতে ৷ কিন্তু কেরিয়ারের দোহাই দিয়ে অনুষ্কাই নাকি বেঁকে বসেছেন৷ আর বিয়ে বচসা নিয়েই বেড়েছে দূরত্ব ৷ সেই দূরত্ব থেকেই প্রায় ব্রেকআপের জায়গায় এসে দাঁড়িয়েছেন বিরাট-অনুষ্কা ৷ তবে আপাতত এই ব্যাপারে মুখ খোলেননি কেউ ৷ দু’জনেই মুখে এঁটেছেন কুলুপ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাঙছে বিরাট-অনুষ্কা জুটি !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement