#কলকাতা: শ্রীময়ী চট্টরাজ। নিশ্চয় চিনতে পারছেন টলিউডের এই নায়িকাকে! টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' অনেকেই দেখেছেন। এই ধারাবাহিকের টিআরপি-ও বেশ ভালো ছিল। এই ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা। শ্যামাকে নানা ভাবে বিপদে ফেলার জন্য সব সময় তৈরি থাকত রাধা-রানি। এই রাধা-রানির চরিত্রেই অভিনয় করেছিলেন শ্রীময়ী। যদিও এছাড়াও অনেকগুলি কাজ তিনি আগেও করেছেন।
কিন্তু খলনায়িকা হিসেবেই পেয়েছেন জনপ্রিয়তা। এক সময় তাঁর নাম জড়ায় টলি অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি অভিযোগ তুলেছিলেন যে শ্রীময়ীর সঙ্গে প্রেম করছেন কাঞ্চন। এবং এই কারণেই নায়িকা নাকি কাঞ্চনের স্ত্রীকে হুমকিও দিচ্ছেন। ডিভোর্স, প্রেম এসব নিয়ে অনেক কাঁদা ছোড়াছুড়ি হয় সে সময়। যদিও শ্রীময়ী সাফ জানিয়ে দিয়েছিলেন কাঞ্চনের থেকে নাকি তিনি ২৭ বছরের ছোট। দাদার চোখেই দেখেন কাঞ্চনকে। সব মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী।
View this post on Instagram
সে সময় টলিউডে একটা ঝড় বয়ে গিয়েছিল। করোনাকালেই ঘটে এ ঘটনা। তবে এই সব ঘটনা সামান্য হলেও প্রভাব ফেলেছিল শ্রীময়ীর মনে ও জীবনে। যদিও সে সব ভুলে এখন ফের চুটিয়ে কাজ ও রিল ভিডিও নিয়ে ব্যস্ত নায়িকা।
View this post on Instagram
সম্প্রতি শ্রীময়ী তাঁর ইসন্টাগ্রামে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। যা তুমুল ভাইরাল হয়েছে। সমুদ্র সৈকতে শরীরী ঝড় তুলে ছুটছেন শ্রীময়ী। আবার কখনও সুইমিং পুলে 'টিপ টিপ বর্ষা' গানে নেচে মাত করছেন। চোখে মুখে যৌন আবেদনে ভরা। তাঁর থেকে নজর সরানো মুশকিল।
View this post on Instagram
এই ভিডিও দেখা মাত্রই সকলে প্রশংসা করেছেন নায়িকার। আবার সমালোচনাও হয়েছে। প্রসংশা থাকলে সমালোচকরাও যে থাকবেন, তা আর নতুন কি! তবে এই রিল ভিডিওতে তুমুল ভাইরাল নায়িকা। দর্শক এখন অপেক্ষায় রয়েছেন ফের নতুন ধারাবাহিকে শ্রীময়ীকে খলনায়িকার চরিত্রে দেখার জন্য। কমেন্টে সে কথা জানিয়েছেন অনেকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sreemoyee chattoraj, Tollywood, Viral Video