হট কালো পোশাক, খোলা চুল! তন্বী ওরফে 'মিঠাই'-এর তোর্সার ভিডিও ভাইরাল

Last Updated:

খোলা চুল, হালকা মেক আপে মোহময়ী তন্বী।

#কলকাতা: তন্বী লাহা রায়। টলিউডের জনপ্রিয় মুখ। ছোট পর্দা দিয়েই অভিনয়ের শুরু তন্বীর । তিনি একের পর এক ধারাবাহিকে সহ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে 'মিঠাই' ধারাবাহিকে তোর্সার চরিত্রে অভিনয় করছেন তিনি। তোর্সার সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল মিঠাইয়ের স্বামীর। তোর্সা ও সিদ্ধার্থ কলেজ জীবনের বন্ধু। কিন্তু তাঁদের মাঝখানে এসে পড়ে গল্পের নায়িকা মিঠাই। আর বিয়ে ভেঙে যায় তোর্সার। কিন্তু আর পাঁচটা সিরিয়ালের মতোন জবরদস্ত খলনায়িকা হয়ে ওঠেন না তিনি। সফিসটিকেশন মেনে এক নতুন ধারার খলনায়িকা হয়ে উঠেছেন তিনি। মিঠাইয়ের সঙ্গে ডিভোর্স হলেই তোর্সা হবেন এই বাড়ির বউ মা। কিন্তু ডিভোর্স কি আদৌ হবে। সে তো গল্প বলবে। তন্বী করোনা আক্রান্ত হয়েছিলেন এপ্রিল মাসে। এখন তিনি সুস্থ আছেন। সিরিয়ালে কাজও শুরু করেছেন।
View this post on Instagram

A post shared by Tonni Laha Roy (@roytonni)

advertisement
advertisement
তন্বী ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। করোনার জন্য বাড়ি থেকে চলছে শ্যুটিং। বাড়ি থেকে কাজ করতে গিয়ে বিশেষ করে শ্যুটিং করে পাঠাতে বেশ কিছু অসুবিধার মুখে পড়তে হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের। প্রথমত ভালো ক্যামেরা নেই। মেক-আপ নিজেকেই করতে হচ্ছে। এছাড়াও সাউন্ড ভালো করে নেওয়ার জন্য এসি বা ফ্যান বন্ধ রেখে ঘেমে নেয়ে কাজ করতে হচ্ছে তাঁদের। বেশির ভাগ দৃশ্যই মোবাইল কথোপকথোনে তুলে ধরা হচ্ছে। এই গৃহবন্দি অবস্থায় ক্লান্তি কাটাতে মাঝে মধ্যে রিল ভিডিও বানাচ্ছেন প্রায় সকলেই। সম্প্রতি তন্বীর একটি ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
হট কালো ওয়েস্টার্ন পোশাক পরে গানের তালে গলা মেলালেন তন্বী। খোলা চুল, হালকা মেক আপে মোহময়ী তন্বী। বাড়িতে নিজের ঘরেই এই ভিডিও বানিয়েছেন তিনি। যা দেখা মাত্রই প্রশংসায় ভরিয়েছেন সকলে। প্রসঙ্গত তন্বী অভিনীত ধারাবাহিক 'মিঠাই' এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় ধারাবাহিক। এখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর অভিনীত তোর্সা চরিত্রটি বেশ পছন্দ করেছেন দর্শক। সিদ্ধার্থর সঙ্গে কি তাঁর বিয়ে হবে? মিঠাইকে কি সত্যিই ডিভোর্স দেবে সিদ্ধার্থ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে 'মিঠাই'।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হট কালো পোশাক, খোলা চুল! তন্বী ওরফে 'মিঠাই'-এর তোর্সার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement