হোম /খবর /বিনোদন /
পাতলা পর্দার আড়াল ! স্পষ্ট শরীর ! পোশাক বদলাচ্ছেন সোনাক্ষি ! ভাইরাল ভিডিও

পাতলা পর্দার আড়াল ! স্পষ্ট শরীর ! পোশাক বদলাচ্ছেন সোনাক্ষি ! ভাইরাল ভিডিও

একটা পাতলা পর্দা টানানো রয়েছে। তার আড়ালেই একের পর এক পোশাক বদলাচ্ছেন সোনাক্ষি।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সোনাক্ষি সিনহা। বলিউডের বুলেট রানি বা দাবাং গার্ল নামে খ্যাত তিনি। সলমন খানের হাত ধরেই বলিউডি ছবিতে পা রাখেন শত্রুঘ্ন সিনহার মেয়ে। সব সময় সাহসী অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে সোনাক্ষি নাকি অভিনয়কে কেরিয়ার হিসেবে নিতে চাননি। তাঁর ইচ্ছে ছিল স্টেজ পারফরমার হওয়ার। স্টেজে গান করার কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে সুযোগ পেলে মাইক হাতে গান গেয়ে ফেলেন তিনি। আবার কখনও বুলেট নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়েন সোনাক্ষি। ছেলে মানুষীতে ভরে আছে তাঁর মন। আর তাই তো মাঝ রাতে উঠে আইসক্রিম খোঁজেন অভিনেত্রী। জিম করেন তবে খাওয়া-দাওয়া ছেড়ে নয়।

View this post on Instagram

A post shared by Sonakshi Sinha (@aslisona)

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন তিনি। ফ্যানেদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। মাঝে মধ্যেই তাঁর নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ইনস্টাগ্রামে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে তাঁকেও কথা শুনতে হয়েছিল নেটিজেনদের কাছ থেকে। আর সে সময় নিজের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন সোনাক্ষি। মানসিক অবসাদ থেকে বাঁচতেই এ কাজ করেছিলেন তিনি। সম্প্রতি তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হয় ইনস্টাগ্রামে।

একটি ভিডিও তিনি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটা পাতলা পর্দা টানানো রয়েছে। তার আড়ালেই একের পর এক পোশাক বদলাচ্ছেন সোনাক্ষি। এটি একটি ফটোশ্যুটের ভিডিও। পোশাক বদলে তিনি ফটোশ্যুট করছিলেন। তার ফাকেই এই মজার ভিডিও বানান। সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তুমুল ভাইরাল হয়।

Published by:Piya Banerjee
First published:

Tags: Bollywood, Sonakshi Sinha, Viral Video