#মুম্বই: করোনা সঙ্গে লড়াইতে মেতেছে গোটা দেশ। এই সময় বহুদিন ঘরে বন্দি ছিলেন মানুষ। তবে লকডাউন হালকা হতে কিছু ছাড় মিললেও, এখনও মানুষ এই ভাইরাস থেকে বাঁচতে বেশিরভাগ সময় নিজেদের ঘরে আটকেই রাখছেন। লকডাউনের ছাড়ে বলি ও টলিউডে শ্যুটিংয়ে ছাড় মিললেও, বেশিরভাগ ছবির কাজই থমকে আছে। বলি সেলেবরা বাড়িতে সময় কাটানোর ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। সেই পথেই এবার হাঁটলেন শার্লিন চোপড়া।
শার্লিন বলিউডে ছবিতে তেমন কিছু করতে পারেননি। তবে মডেলিংয়ে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। ন্যুড ফটোশ্যুটেও তাঁর নাম আসে সবার আগে। তবে এবার ফটোশ্যুট নয়, নাচের ভিডিও পোস্ট করলেন তিনি।
View this post on InstagramThis show has become so famous that now even kids are playing Naagin Naagin #sherlynchopra
বাড়িতে একটি ছোট বাচ্চার সঙ্গে নাগিন ডান্স নাচলেন তিনি। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sherlyn chopra