Aamir Khan-Ranbir Kapoor: নিজের নাম ভুলে আচমকাই নিজেকে রণবীর সিং বলে ডেকে বসলেন রণবীর কাপুর, দেখার মতো ছিল আমির খানের প্রতিক্রিয়া
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Aamir Khan-Ranbir Kapoor: একটি নতুন বিজ্ঞাপনে মজাদার ভঙ্গিতে ধরা দিতে দেখা গেল বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর এবং আমির খানকে। আর সেই মজাই এবার অন্যদিকে মোড় নিল। কারণ র্যাপিড-ফায়ার ক্যুইজ রাউন্ডে মেতে উঠেছিলেন দুই তারকাই।
মুম্বইঃ একটি নতুন বিজ্ঞাপনে মজাদার ভঙ্গিতে ধরা দিতে দেখা গেল বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর এবং আমির খানকে। আর সেই মজাই এবার অন্যদিকে মোড় নিল। কারণ র্যাপিড-ফায়ার ক্যুইজ রাউন্ডে মেতে উঠেছিলেন দুই তারকাই। নিজেকে ভুলবশত ‘রণবীর সিং’ বলে সম্বোধন করে বসেন রণবীর কাপুর। এহেন পরিস্থিতিতে আমিরের মুখে যেন কথাই সরছিল না।
ক্লিপে দেখা গিয়েছে যে, রণবীরের উদ্দেশ্যে বেশ কয়েকটি ঝটিতি প্রশ্ন সেরে নিতে দেখা যায় আমিরকে। ভারতের বিখ্যাত কুস্তিগীরের নাম জিজ্ঞাসা করা হলে রণবীর সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘দারা সিং।’ এরপর ‘ফ্লাইং শিখ’-এর জবাবে অভিনেতা বলেন ‘মিলখা সিং।’ এবার আমির প্রশ্ন করেন যে, ‘তোমার সেলসম্যান মুভির নাম কী?’ জবাবে রণবীর আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন যে, ‘রকেট সিং।’ এরপর আমির বলেন, ‘তোমার নাম?’ একই ভঙ্গিতে চটজলদি অভিনেতা রণবীর কাপুরের পরিবর্তে বলে বসেন ‘রণবীর সিং’। ভুলটা বুঝতে পেরে অবশ্য ঠিক করে নেন রণবীর। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তবে হাসিতে ফেটে পড়েছিলেন আমির।
advertisement
advertisement
আসলে এই মজাদার কথোপকথনটি ছিল তাঁদের সাম্প্রতিক ড্রিম১১ বিজ্ঞাপনের ক্যাম্পেন। এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। আসল বিজ্ঞাপনটিতে রয়েছেন বিখ্যাত ক্রিকেট তারকারা। এঁদের মধ্যে অন্যতম হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, আর. অশ্বিন এবং জসপ্রীত বুমরাহ।
এর আগেই এই বিজ্ঞাপন নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছিল। কারণ আলিয়া ভাট নিজেই ইনস্টাগ্রামে একটি টিজার ভাগ করে নিয়েছিলেন। বলিউডের কিংবদন্তি তারকাদের এই কোল্যাবোরেশন নিয়ে তখন থেকেই জোর চর্চা শুরু হয়েছিল। অভিনেত্রী নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, “সেরাদের একটি যুদ্ধ। আমার দুই প্রিয় অভিনেতা একে অপরের বিপক্ষে… দারুণ মজাদার কিছুর জন্য দেখতে থাকুন… আরও মজাদার কিছু আসছে আগামিকাল… আমি জানি আপনাদের বিষয়টি ততটাই ভাল লাগবে, যতটা আমার ভাল লেগেছে।”
advertisement
টিজার পোস্টারে আমির আর রণবীরকে দেখা গিয়েছে। তাঁদের জন্য লেখা রয়েছে ‘দ্য আল্টিমেট ব্লকবাস্টার’ এবং ‘দ্য গ্রেট রাইভ্যালরি অফ দ্য ইয়ার’। যা উত্তেজনা তৈরি করেছে। ভিডিও-য় ভক্তদের উদ্দেশ্যে আলিয়া মজা করে বলেন যে, “আপনাদের এটা দেখানোর জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, একে অপরের বিপক্ষে। আমি তো আপনাদের দেখাতেই ভুলে গিয়েছি… বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস হয়নি। কিন্তু এটা সত্যিকারের আর দুর্দান্ত। অপেক্ষা করে থাকুন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 3:41 PM IST