Viral | Neel-Trina: সিদ্ধার্থের প্রেমে তৃণা সাহা! নতুন জীবনে সুখ কামনা করে, বিদায় জানালেন নীল! তবে কী ভাঙল বিয়ে?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral | Neel-Trina: সত্যিই কী ভাঙতে চলেছে নীল-তৃণার বিয়ে! তৃণার জীবনে দ্বিতীয় পুরুষ। স্ত্রীকে বিদায় জানালেন নীল। জীবন শেষ হয়ে গেল তাঁর! জানালেন নীল নিজেই! জানুন সত্যিটা ....
#কলকাতা: তৃণা সাহা। টলিউডের জনপ্রিয় নায়িকা। 'খড়কুটো' সিরিয়ালে গুনগুনের চরিত্রে খ্যাত হয়েছেন তিনি সব থেকে বেশি। তবে শুধু সিরিয়াল নয়। তৃণাকে দেখা যাবে বড় পর্দাতেও । অরিন্দম শীল সহ বেশ কয়েকজন নামকরা পরিচালকের ছবিতে কাজ করতে চলেছেন তৃণা সাহা। তবে টলিউডে নীল ও তৃণার জুটি সব থেকে বেশি জনপ্রিয়।
ভালোবেসে তৃণা ও নীল ভট্টাচার্য বিয়ে করেন। তাঁদের বিয়েতে ছিল প্রচুর আয়োজন। এই দুই জুটি মাঝে মধ্যেই নিজেদের ভালোবাসার ছবি ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন। নীলও বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। 'কৃষ্ণকলি'-র নিখিল থেকে 'উমা'র অভি সবেতেই দারুণ জনপ্রিয় তিনি। তবে নীল ও তৃণার প্রেমে কী এবার ভাঙনের শব্দ? সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তো এমনটাই ইঙ্গিত।
advertisement
advertisement
advertisement
বলিউডের জনপ্রিয় স্টার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তৃণার প্রেমের গুঞ্জন টলিপাড়ায়। কিন্তু একেবারে বলিউডের নায়কের সঙ্গে প্রেম? কী ভাবে হল। সম্প্রতো তৃণা একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে বাঙালি সাজে সিদ্ধার্থের সঙ্গে 'ইশক-ওয়ালা লাভ'-এ নাচছেন দু'জনে। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়েই বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ। এটি সেই ছবিরই গান। মজার বিষয় হল ইনস্টাতে ভিডিওটি দেখেই নীল কমেন্ট করলেন, " ব্যস, জীবন শেষ আমার। ভালো থেকো সিডের সাথে। তোমার সুখি জীবন কামনা করি। টাটা, টেক কেয়ার।" এখানেই শেষ নয়। এর পর নীল লেখেন, "ঠিক আছে আমিও তবে আমার প্রেমিকাকে ডেকে নিই।" ক্যাটরিনা কাইফকে ট্যাগ করেছেন নীল।
advertisement

সত্যিই কী ভাঙন ধরল? খোঁজ নিতে গিয়ে জানা গেল, রিল কুইন তৃণা মজা করেই এই ভিডিও বানান সিডের সঙ্গে। সম্প্রতি একটি শ্যুটে বাংলাকে তুলে ধরেছেন তৃণা। সেখানে সিদ্ধার্থও আছেন। এই শ্যুটের মাঝেই রিল ভিডিওটি বানান তৃণা সাহা। আর যা দেখে এমন মজার কমেন্ট করে সকলের উৎসাহ বাড়িয়ে দিয়েছেন নীল। আপাতত এই ভিডি ভাইরাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2022 7:25 PM IST