খোলা মাঠে 'সুরজ হুয়া মধ্যম' গানে তুমুল নাচ রুদ্রজিৎ-প্রমিতার ! কালই তাঁদের বিয়ে !

Last Updated:

শাহরুখ-কাজল অভিনীত এই গানের হুবহু নকল তৈরি করলেন তাঁরা। তাঁদের ভালোবাসার এই নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

#কলকাতা: টলিউডে এখন বিয়ের মরশুম। সদ্যই বিয়ে সেরেছেন টলিউডের ইমন-নীলাঞ্জন, নীল-তৃণা, ওম-মিমিরা। এবার সেই খাতায় নাম লেখাবেন ছোট পর্দার হিট জুটি প্রমিতা চক্রবর্তী (promita chakraborty) ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়(Rudrajit Mukherjee)। ভালোবাসার দিন ভ্যালেন্টাইন’স ডে-র দিনেই একে অপরের আঙুলে পরিয়ে দেবেন আংটি । সে দিনই হবে আইনি বিয়ে । ১৪ ফেব্রুয়ারিতেই রিয়েল লাইফে ঘর বাঁধবেন পর্দার রাঘব ও পারুল। আজ ১৩ তারিখ, কালই বিয়ের পিঁড়িতে বসবেন প্রমিতা। কিন্তু বিয়ের আগে কিছু একটা তো করতেই হবে।
advertisement
advertisement
কয়েকদিন আগেই তাঁরা নিজেদের বিয়ে উপলক্ষ্যে একটি সেলফি কন্টেস্টের আয়োজন করেছেন। একটি নম্বর শেয়ার করেছেন। সেখানে ছবি তুলে পাঠাতে হবে। সেরা তিনজন পাবেন ভ্যালেনটাইনস ডে-তে অর্থাৎ তাঁদের বিয়ের দিন দেখা করার সুযোগ। এতো না হয় হল। কয়েক দিন আগেই বিয়ে হয়েছে নীল-তৃণা। সেই বিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। নীল-তৃণা কি পোশাক পরছেন, কি খাচ্ছেন, সব কিছুই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
advertisement
এমনকি বিয়ের আগেও নীল-তৃণার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। রীতিমতো ট্রেন্ডিং ছিলেন তাঁরা। এবার রুদ্রজিৎ ও প্রমিতার পালা। এই জুটির বিয়ে নিয়েও কয়েকদিন ধরেই সরগরম টলি পাড়া। রুদ্র ও প্রমিতা দু'জনেই ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। বিয়ের আগের দিন রুদ্রজিৎ একটি দারুণ নাচের ভিডিও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। খোলা মাঠে, পড়ন্ত সূর্যের আলো। ওয়েস্টার্ন পোশাক পরেছেন দু'জনেই। একে অপরের হাত হাত রেখে , 'সুরজ হুয়া মধ্যম' গানে নাচ করলেন। শাহরুখ-কাজল অভিনীত এই গানের হুবহু নকল তৈরি করলেন তাঁরা। তাঁদের ভালোবাসার এই নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। বিয়ের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
খোলা মাঠে 'সুরজ হুয়া মধ্যম' গানে তুমুল নাচ রুদ্রজিৎ-প্রমিতার ! কালই তাঁদের বিয়ে !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement