Vikrant Massey: প্রকাশ্যে '12th Fail' বিক্রান্ত-এর ছেলের ছবি, কী নাম রাখা হল ফুটফুটে একরত্তির?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার সদ্যোজাত সন্তানের ছবি-ও প্রকাশ্যে আনলেন নতুন বাবা-মা। নাহ! আর পাঁচটা তারকাদের মত ফুটফুটে একরত্তিকে তাঁরা 'গোপন'-এ রাখেননি। বরং, ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিলেন সদ্যোজাতর ছবি, জানালেন নাম-ও
মুম্বই: সদ্য বাবা হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শীতল ঠাকুর। বুধবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন বিক্রান্ত এবং শীতল। দু’জনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ” আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি দু’জনে।”
শুক্রবার সদ্যোজাত সন্তানের ছবি-ও প্রকাশ্যে আনলেন নতুন বাবা-মা। নাহ! আর পাঁচটা তারকাদের মত ফুটফুটে একরত্তিকে তাঁরা ‘গোপন’-এ রাখেননি। বরং, ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিলেন সদ্যোজাতর ছবি। ছবিতে দেখা যাচ্ছে, শীতলের কোলে সন্তান, পাশেই বিক্রান্ত। মা-বা ও ছানা…তিনজনেই সেজেছেন গোলাপিতে। শুধুই একরত্তির ছবি নয়, রয়েছে ‘বোনাস’-ও! এদিন বিক্রান্ত ও শীতল জানালেন সদ্যোজাতর নাম-ও…’বরদান’।
advertisement
advertisement
advertisement
বিক্রান্ত ও শীতলের পোস্টে সোভিতা ধুলিপালা, রাশি খান্না, সুহেল নাইয়ার,অংশুমান ঝা, মনীশ মালহোত্রা-সহ বহু তারকাই শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালে অভিনেত্রী শীতল ও বিক্রান্তের বিয়ে হয়। ওয়েব শো ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর সেটে প্রথম দেখা কপোত-কপোতির। সেখান থেকেই প্রেম। ২০১৯ সালে এনগেজমেন্ট সেরে ফেলেন বিক্রান্ত ও শীতল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 10:50 PM IST