Vikrant Massey: প্রকাশ্যে '12th Fail' বিক্রান্ত-এর ছেলের ছবি, কী নাম রাখা হল ফুটফুটে একরত্তির?

Last Updated:

শুক্রবার সদ্যোজাত সন্তানের ছবি-ও প্রকাশ্যে আনলেন নতুন বাবা-মা। নাহ! আর পাঁচটা তারকাদের মত ফুটফুটে একরত্তিকে তাঁরা 'গোপন'-এ রাখেননি। বরং, ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিলেন সদ্যোজাতর ছবি, জানালেন নাম-ও

Vikrant Massey, Sheetal Thakur
Vikrant Massey, Sheetal Thakur
মুম্বই: সদ্য বাবা হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শীতল ঠাকুর। বুধবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন বিক্রান্ত এবং শীতল। দু’জনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ” আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি দু’জনে।”
শুক্রবার সদ্যোজাত সন্তানের ছবি-ও প্রকাশ্যে আনলেন নতুন বাবা-মা। নাহ! আর পাঁচটা তারকাদের মত ফুটফুটে একরত্তিকে তাঁরা ‘গোপন’-এ রাখেননি। বরং, ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিলেন সদ্যোজাতর ছবি। ছবিতে দেখা যাচ্ছে, শীতলের কোলে সন্তান, পাশেই বিক্রান্ত। মা-বা ও ছানা…তিনজনেই সেজেছেন গোলাপিতে। শুধুই একরত্তির ছবি নয়, রয়েছে ‘বোনাস’-ও! এদিন বিক্রান্ত ও শীতল জানালেন সদ্যোজাতর নাম-ও…’বরদান’।
advertisement
advertisement
advertisement
বিক্রান্ত ও শীতলের পোস্টে সোভিতা ধুলিপালা, রাশি খান্না, সুহেল নাইয়ার,অংশুমান ঝা, মনীশ মালহোত্রা-সহ বহু তারকাই শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালে অভিনেত্রী শীতল ও বিক্রান্তের বিয়ে হয়। ওয়েব শো ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর সেটে প্রথম দেখা কপোত-কপোতির। সেখান থেকেই প্রেম। ২০১৯ সালে এনগেজমেন্ট সেরে ফেলেন বিক্রান্ত ও শীতল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikrant Massey: প্রকাশ্যে '12th Fail' বিক্রান্ত-এর ছেলের ছবি, কী নাম রাখা হল ফুটফুটে একরত্তির?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement