বিক্রমের মার্ডার ফোর, শিনা বোরা কেস !

ছিল মগজে ৷ খুব জলদিই এবার শ্যুটিং ফ্লোরে ৷ জল্পনা-কল্পনাতে ইতি দিয়ে বিক্রম ভাট একেবারে তৈরি মার্ডার ছবির নতুন সিকোয়েল নিয়ে ৷ তবে বিতর্ক উঠেছে ছবির চিত্রনাট্য নিয়েই ৷ বলিউড গুঞ্জনে শোনা গিয়েছে, ‘মার্ডার ৪’-এর চিত্রনাট্য নাকি তৈরি হয়েছে চাঞ্চল্য জাগানো ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও শিনা বোরা হত্যার আদলে ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ছিল মগজে ৷ খুব জলদিই এবার শ্যুটিং ফ্লোরে ৷ জল্পনা-কল্পনাতে ইতি দিয়ে বিক্রম ভাট একেবারে তৈরি মার্ডার ছবির নতুন সিকোয়েল নিয়ে ৷ তবে বিতর্ক উঠেছে ছবির চিত্রনাট্য নিয়েই ৷ বলিউড গুঞ্জনে শোনা গিয়েছে, ‘মার্ডার ৪’-এর চিত্রনাট্য নাকি তৈরি হয়েছে চাঞ্চল্য জাগানো ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও শিনা বোরা হত্যার আদলে ৷ তবে মুম্বইয়ে এক অনুষ্ঠানে পুরো ব্যাপারটাই নাকচ করেছেন বিক্রম ভাট ৷ বিক্রম জানিয়েছেন, ‘মহেশ ভাট বহুদিন আগেই চিত্রনাট্য লিখেছিলেন মার্ডার ফোর ছবির ৷ কিন্তু যখনই শিনা বোর কেসটি ঘটে, তখন খুব অবাক হই আমরা ৷ চিত্রনাট্যের সঙ্গে অনেকটাই মিলে যায় ৷ এই ঘটনা ৷ পুরো ব্যাপারটাই কাকতালীয় ৷’

    মার্ডার ফোরে আবার দেখা যাবে ইমরান হাসমিকে ৷ ছবির শ্যুটিং হবে রোমানিয়ায় ৷ শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে ৷

    First published:

    Tags: Bollywood, Emraan Hashmi, Murder 4, Sheena Bora Murder Case, Vikram Bhat