Vijay-Rashmika: রশ্মিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন বিজয়, অভিনেতা যা বললেন, ফাঁস হতেই তোলপাড়
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Riya Das
Last Updated:
Vijay-Rashmika: শোনা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এমনকী ফিল্মি দুনিয়ার আনাচেকানাচে ভেসে বেড়াচ্ছে তাঁদের বিয়ের গুঞ্জনও। তবে এই সব জল্পনার মাঝেই মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা।
বলিউড থেকে দক্ষিণী ছবির দুনিয়ায় এখন একটাই চর্চা। শোনা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এমনকী ফিল্মি দুনিয়ার আনাচেকানাচে ভেসে বেড়াচ্ছে তাঁদের বিয়ের গুঞ্জনও। তবে এই সব জল্পনার মাঝেই মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা। কীভাবে নিজের বিবাহিত জীবনকে কল্পনা করেন, সেই প্রসঙ্গে কথাও বললেন তিনি।
আসলে এই গুঞ্জনের মূলে রয়েছে একটি মিউজিক ভিডিও। যেখানে আর এর দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিপরীতে দেখা গিয়েছে বিজয়কে। ‘কুশি’ ছবির ‘আরাধ্যা’ গানে ফুটে উঠেছে এক তরুণ দম্পতির বিবাহিত জীবনের কিছু মিষ্টি মুহূর্ত। বিজয় নিজে অবিবাহিত হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে, তাঁর নিজের বিবাহিত জীবনটাও যেন এই মিউজিক ভিডিও-র মতোই হয়। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, “আরাধ্যা হল এমন একটি গান, যেখানে দেখা যাচ্ছে এক তরুণ দম্পতির প্রেম। এটা মূলত বিয়ের এক বছর পরের ঘটনা। ওই দম্পতি নিজেদের মতো করে সময় কাটায়। তাঁদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠতাও। দু’জন দু’জনের পাশে সব সময় রয়েছেন। ফলে এটা হল বিবাহ পরবর্তী সুন্দর জীবনের কিছু মুহূর্ত।’
advertisement
এখানেই শেষ নয়, বিজয় আরও বলেন, ‘কোনও না কোনও ভাবে গানের এই সুন্দর মুহূর্তগুলির সঙ্গে মিল রয়েছে আমার জীবনের। এটুকু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। যদিও আমি বিবাহিত নই, কিন্তু যখন বিয়ে করব, আমি চাইব আমার বিবাহিত জীবনটা ঠিক এমনই হোক।’ইতিমধ্যেই ‘কুশি’ ছবির শ্যুটিং শেষ করেছেন সামান্থা এবং বিজয়। কাশ্মীর এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে ছবিটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এটা মূলত একটা প্রেমের কাহিনী। ‘আরাধ্যা’ গানটি ছাড়াও এই ছবির আরও একটি প্রেমের গান মুক্তি পেয়েছে। শিবা নির্বাণা পরিচালিত ‘কুশি’ বিজয়-সামান্থার দ্বিতীয় ছবি। এর আগে ২০১৮ সালের ‘মহান্তি’ ছবিতে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। শুধু ‘কুশি’-ই নয়, বিজয় দেবেরাকোন্ডার হাতে এখন রয়েছে প্রচুর ছবির কাজ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 8:56 PM IST