কালিম্পঙে বিদ্যা !
Last Updated:
ফের শুরু বিদ্যার কাহিনি ! তবে এবার নতুন গল্প ৷ নতুন কাস্ট ৷ বিদ্যা আছেন আগের মতোই ৷ তবে বদলাটা একেবারে আলাদা ৷ সব যখন আলাদা, তখন গল্পের প্রেক্ষাপট তো আলাদা হবেই ৷
#দার্জিলিং: ফের শুরু বিদ্যার কাহিনি ! তবে এবার নতুন গল্প ৷ নতুন কাস্ট ৷ বিদ্যা আছেন আগের মতোই ৷ তবে বদলাটা একেবারে আলাদা ৷ সব যখন আলাদা, তখন গল্পের প্রেক্ষাপট তো আলাদা হবেই ৷ তাই তো পরিচালক সুজয়ের ঘোষ কাহিনি এবার কলকাতা ছেড়ে চলল সোজা কালিম্পঙে ৷ মার্চ মাসের শুরুতে, যুগল হংসরাজ, অর্জুন রামপালকে নিয়ে কালিম্পঙের পাহাড়ি পথে, ছবির কিছুটা শ্যুটিং ৷ রবিবার রাতেই ছবির শ্যুটিংয়ের জন্য কালিম্পঙে পৌঁছল বিদ্যা বালান ৷ শ্যুটিং চলবে এক সপ্তাহ ধরে ৷ কালিম্পঙে পৌঁছে পাহাড়ের ছবি নিজেই ট্যুইট করেছেন বিদ্যা ৷ আর জানিয়েছেন, ‘এখানে এসে গুলজারের লেখা মুসাফির হু ইয়ারো গানটা মনে পড়ছে ৷ ’
my sun is missing... pic.twitter.com/2N812NLw9x
— sujoy ghosh (@sujoy_g) March 23, 2016
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2016 1:37 PM IST