‘কহানি ২’ ছবিতে নাকি শুধু ঘুমিয়েছেন বিদ্যা !

Last Updated:

শুক্রবারেই মুক্তি পেতে চলেছে সুজয় ঘোষের সবচেয়ে প্রতীক্ষিত ছবি কহানি ২ ! প্রথম কহানি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল

#মুম্বই: শুক্রবারেই মুক্তি পেতে চলেছে সুজয় ঘোষের সবচেয়ে প্রতীক্ষিত ছবি কহানি ২ ! প্রথম কহানি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ এখনও অবধি বলিউডে তৈরি সেরা থ্রিলার হিসেবে চিহ্নিত সুজয়ের এই ছবি ৷ সেই ছবির সিকোয়েল নিয়ে যে উত্তেজনা থাকবে, তাতে আর নতুন কি ?
তবে কহানি ২ নিয়ে উত্তেজনা শুরু ছবির পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই ! গোটা শহরে ছড়িয়ে গিয়েছিল বিদ্যাকে খুঁজছে পুলিশ ! সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রোমোশনে এসে বিদ্যা বালন জানালেন, ‘কহানি ২-এর প্রোমোশন একেবারে জবরদস্ত ছিল ৷ অনেকে তো হতবাক হয়েছিল ৷ এদিকে কেউ লক্ষ্য করেননি, পোস্টারের নিচে লেখা রয়েছে ছবির নাম ৷ তাহলে ভাবুন, যে ছবির প্রোমোশন এত ভালো, ছবিটা তাহলে কেমন হবে? ’
advertisement
অন্যদিকে ছবি নিয়ে কথা বলতে গিয়ে অর্জুন রামপাল জানালেন, ‘প্রথম কহানিতে বিদ্যা অনেক ছুটেছে ৷ নতুন কহানিতে বিদ্যা শুধু বিশ্রাম নিয়েছেন ৷ সত্যি কথা বলতে, শুধু ঘুমিয়েছেন !’
advertisement
ছবির পরিচালক সুজয় ঘোষের কথায়, ‘আসলে এই ছবির কিছু দৃশ্যে দেখা যাবে বিদ্যা বালন কোমায় চলে গিয়েছেন ৷ আর তা নিয়ে ছবির রহস্য শুরু হবে ৷’
advertisement
নোট সমস্যায় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত বলিউডের বক্স অফিস ৷ কহানি ২-ও মুক্তি পেতে চলেছে নোট সমস্যার মধ্যেই ৷ কিন্তু তা নিয়ে কোনও চিন্তা নেই কহানি ২-এর টিম ৷ বিদ্যা বালন জানালেন, ‘মানুষ মন থেকে সিনেমা দেখেন, নোট দিয়ে নয় ৷ তাই নোট বাতিল নিয়ে একদমই ভাবছি না ৷ বরং ভাবছি, সিনেমাটা মানুষের পছন্দ হওয়া নিয়ে !’
advertisement
কহানি ২-এ এক মায়ের ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে ৷ যার মেয়ে হারিয়ে গিয়েছে ৷ যা নিয়ে তৈরি হয়েছে কহানি ২-এর গল্প ৷
তবে রিয়্যাল লাইফে সন্তান নিয়ে বলতে গিয়ে বিদ্যা জানালেন, ‘আপাতত সন্তান নিয়ে আমি আর সিদ্ধার্থ ভাবছি না ৷ তবে আমি বাচ্চা খুব ভালোবাসি ৷ কিছুদিন আগে আমার দিদির যমজ সন্তান হয়েছে ৷ ওদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কহানি ২’ ছবিতে নাকি শুধু ঘুমিয়েছেন বিদ্যা !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement