The Immortal Ashwatthama : প্রযোজকের ক্ষতি ৩০ কোটি! ভিকি কৌশলের আগামী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ নাকি অথৈ জলে?

Last Updated:

সে সময়েই ঘোষণা করা হয়েছিল, এ বার তৈরি হবে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা৷ (The Immortal Ashwatthama)’

মুম্বই : ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রথম বর্ষপূর্তি হয় গত বছর ৷ সে সময়েই ঘোষণা করা হয়েছিল, এ বার তৈরি হবে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা৷ (The Immortal Ashwatthama)’ ভিকি কৌশল, প্রযোজক রনি স্ক্রুওয়ালা এবং পরিচালক আদিত্য ধরের প্রথম যুগলবন্দি হিসেবে এই ছবি ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে ৷ তবে তার পর থেকে সামাজিক মাধ্যমে য এর পোস্টার শেয়ার করা হয়েছিল মাত্র কয়েকটি ৷ নির্মাতাদের তরফে আসেনি কোনও বড় ঘোষণাও ৷
এখন শোনা যাচ্ছে, ছবিটি আদৌ তৈরি নাও হতে পারে ৷ আর্থিক কারণেই ছবিটি অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে ৷ তবে ইতিমধ্যেই প্রি পোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছিল ৷ তার জন্য প্রযোজকের ৩০ কোটি টাকা খরচও হয়ে গিয়েছে ৷ এখন ওই বিনিয়োগ পুরোপুরি চলে গিয়েছে ক্ষতির খাতায় ৷
সংবাদমাধ্যমে প্রকাশিত, দু’ বছরের বেশি সময় ধরে ‘অশ্বত্থামা’ ছবির প্রস্তুতিপর্ব চলছিল ৷ প্রি ভিস্যুয়ালাইজেশন, ভিএফএক্স দলের সঙ্গে বৈঠক, ভিকি কৌশল ও সারা আলি খানের সঙ্গে বিস্তারিত আলোচনা-একে একে হয়েছে সবই ৷ ’’
advertisement
advertisement
কিন্তু শোনা যাচ্ছে ছবির বাজেট নিয়ে পরিচালক ও প্রযোজক সহমত হতে পারেননি ৷ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে দেওয়ার পর প্রযোজকের মনে হয় ছবির চূড়ান্ত বাজেট নিয়্ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি অতিমারিহীন হলেও এই অর্থ আবার তোলা যাবে না ৷ প্রাথমিক পর্বে ছবির বাজেট ছিল সীমিত ৷ কিন্তু প্রোডাকশন পূ্র্ববর্তী কাজ শুরু হতেই বাজেট একলাফে বেড়ে যায় অনেক ৷
advertisement
এই ছবির সঙ্গে সারা আলি খানের নাম গুঞ্জনে শোনা গেলেও তিনি নিজে কোনওদিন এ বিষয়ে কিছু বলেননি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
The Immortal Ashwatthama : প্রযোজকের ক্ষতি ৩০ কোটি! ভিকি কৌশলের আগামী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ নাকি অথৈ জলে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement