Gangu Ramsay Death: অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক-পরিচালক, কিংবদন্তির মৃত্যুতে বড় ক্ষতি! বিনোদন জগতে শোকের ছায়া

Last Updated:

Gangu Ramsay Death: আবারও এক দুঃসংবাদ বিনোদন জগতে৷ আচমকা প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসে৷ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'বীরানা' খ্যাত বিখ্যাত চিত্রগাহক৷

অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত  সিনেমাটোগ্রাফার, বিনোদন জগতে শোকের ছায়া
অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার, বিনোদন জগতে শোকের ছায়া
মুম্বই: সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ আবারও এক দুঃসংবাদ বিনোদন জগতে৷ আচমকা প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসে৷ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বীরানা’ খ্যাত বিখ্যাত চিত্রগাহক৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হয়েছিলেন গাঙ্গু রামসে৷ মৃত্যুর আগের একমাস পরিস্থিতির চরম অবনতি ঘটে৷ তারপর তড়িঘড়ি করে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বলিউডের জনপ্রিয় এই চিত্রগ্রাহকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্টিতে৷
advertisement
advertisement
সময়টা ছিল ৭০-৮০ দশক৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স৷ তাদের মধ্যেই অন্যতম একজন ছিলেন গাঙ্গু রামসে৷ যার ক্যামেরার কাজ মুগ্ধ করেছে দর্শকদের৷ তার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সবচেয়ে চর্চিত ছবি ছিল ‘বীরানা’৷
একাধিক হরর ছবি ‘পুরানা মন্দির’, ‘বন্ধ দরওয়াজা’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘খোঁজ’-এর মতো একাধিক ছবিতে নিজেদের ছাপ রেখেছেন৷ নব্বইয়ের দশকে হরর ছবি মানেই ‘রামসে ব্রাদার্স’ ভীষণ ভাবে জনপ্রিয় ছিল৷ শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনে ছাপ রেখেছেন তিনি৷ একাধিক হরর শো ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স’, ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো রয়েছে তালিকায়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gangu Ramsay Death: অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক-পরিচালক, কিংবদন্তির মৃত্যুতে বড় ক্ষতি! বিনোদন জগতে শোকের ছায়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement