Popular Actress Death: পয়লা বৈশাখেই বিরাট দুঃসংবাদ! চলে গেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া বিনোদন জগতে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actress Death: পয়লা বৈশাখেই দুঃসংবাদ৷ বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ আজ সকালেই চলে গেলেন প্রবীণ অভিনেত্রী গুলশান আরা আহমেদ৷
পয়লা বৈশাখেই দুঃসংবাদ৷ বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ আজ সকালেই চলে গেলেন প্রবীণ অভিনেত্রী গুলশান আরা আহমেদ৷ অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন প্রবীণ অভিনেত্রী৷
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে তড়িঘড়ি আইসিইউ-তে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরিচালক কাজল আরেফিন ওম একটি হৃদয়বিদারক পোস্টে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ দিদি আজ সকাল ৬:৪০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন।”
advertisement
advertisement
তিনি তার স্মরণীয় অভিনয়ের কথা স্মরণ করে বলেন,’ব্যাচেলর পয়েন্ট’-এ তিনি কাবিলার মা এবং নোয়াখালীর চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন। আমরা আপনাকে খুব মিস করব, দিদি। ‘
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন নিবন্ধিত শিল্পী হিসেবে টেলিভিশন নাটকে তার যাত্রা শুরু করেন গুলশান আরা। তবুও, তার আসল আকাঙ্ক্ষা ছিল চলচ্চিত্র জগতে একটি ছাপ ফেলা। সেই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে, তিনি প্রয়াত এনায়েত করিম পরিচালিত “কদম আলী মাস্তান” সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 4:30 PM IST