Home /News /entertainment /
ছবি হিটের নয়া ফান্ডা, রিলিজের পর মুক্তি পেল গান !

ছবি হিটের নয়া ফান্ডা, রিলিজের পর মুক্তি পেল গান !

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

বক্স অফিসকে একেবারে হাতের মুঠোয় করে ফেলেছেন, বীরে দে ওয়েডিং ৷

 • Share this:

  #মুম্বই: বক্স অফিসকে একেবারে হাতের মুঠোয় করে ফেলেছেন, বীরে দে ওয়েডিং ৷ মুক্তির পর থেকেই করিনা, সোনম, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়ারা বক্স অফিসে ঝড় তুলছে ৷ মোটামুটি প্রথম সপ্তাহতেই জব্বর হিট বীরে দি ওয়েডিং ৷ ছবি যখন হিট, তাহলে আবার নতুন করে গানের রিলিজ কেন ? আসলে বলিউডে এবার এল নতুন ট্রেন্ড ৷ পোস্ট প্রোমোশনের ফন্দি এঁটে বক্স অফিসে টিকে থাকার মন্ত্রই হল এই পোস্ট প্রোমোশন ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷

  মুক্তি পেয়েছে শশাঙ্ক ঘোষের ছবি ভীরে দি ওয়েডিং। একদিকে যেমন ছবিতে বিভিন্ন শব্দের ব্যবহার এবং খোলামেলা দৃশ্য নিয়ে বাড়ছে বিতর্ক, তেমনই বাড়ছে ছবির বক্স অফিস কালেকশন।

  এর মাঝেই মুক্তি পেল ভীরে নায়িকাদের নতুন গান, বেস গিরা দে রাজা। নিজের কথায় ও সুরে গান গেয়েছেন শাশ্বত সচদেব। এই ভিডিওতেও একই অবতারে সোনম, করিনা, স্বরা ও শিখা।

  First published:

  Tags: Bollywood, Karina Kapoor, Veere Di Wedding

  পরবর্তী খবর