#মুম্বই: হইচই পড়ে গেল গোটা মুম্বইয়ে ৷ গোটা কাণ্ডটি যারা চোখের সামনে দেখেছেন, তারা তো বিশ্বাসই করতে পারছেন না এমনটাও করতে পারেন বরুণ ধাওয়ান ৷ কিন্তু ঘটল এমনই এক দুর্ঘটনা ৷
পাপারাৎজিরা সব সময়ই স্টারদের পিছনে পিছনে দৌড়ে বেরান ছবি তোলার জন্য ৷ বলিউডের হিরো-হিরোইনদের কাছে এ বিষয়টি নতুন নয় ৷ তবে এবার এই দৌড় রীতিমতো বিপদ ডেকে আনল ফটোগ্রাফারের জীবনে ৷
ঘটনা হল, পরিচালর শশাঙ্ক খৈতানের বার্থডে পার্টিতে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান ও তাঁর গার্লফ্রেন্ড নাতাশা দালাল ৷ হঠাৎই বরুণের গাড়ির চাকা উঠে গেল এক ফটোগ্রাফারের পায়ের ওপর৷ ব্যস, হইচই পড়ে গেল ৷ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এলেন বরুণ ৷ তবে জানা গিয়েছে, ফটোগ্রাফার কপাল জোরে এবারটি বেঁচে গিয়েছেন ৷ সুস্থই আছেন ফটোগ্রাফার ৷
গোটা ঘটনায় কিছুটা হলেও হতবাক বরুণ ৷ ফটোগ্রাফারদের উদ্দেশে বরুণ বললেন, ‘কেন এত রিস্ক নাও ৷ আমাকে বললেই তো আমি ছবি তুলতে দিই !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Bollywood, News, Photographer, Varun Dhawan, Video