জ্যাকেলিনকে ‘স্পাইডার’ চুমু খেলেন বরুণ !
Last Updated:
স্পাইডার চুমু ! এ আবার কেমন ধরণের চুম্বন ! ইটালিয়ান শুনেছেন, ফ্রেঞ্চ শুনেছেন ৷ কিন্ত স্পাইডার চুমু ব্যাপারটা কী জন্মে শুনেছেন !
#মুম্বই: স্পাইডার চুমু ! এ আবার কেমন ধরণের চুম্বন ! ইটালিয়ান শুনেছেন, ফ্রেঞ্চ শুনেছেন ৷ কিন্ত স্পাইডার চুমু ব্যাপারটা কী জন্মে শুনেছেন ! তা আপনি শুনুন বা না শুনুন, ঘটনাটি কিন্তু ঘটেই গিয়েছে ৷ আর এই চুম্বন কাণ্ড ঘটিয়েছেন নায়ক বরুণ ধাওয়ান ! কার সঙ্গে ? সুন্দরী জ্যাকেলিনের সঙ্গেই !
ব্যাপারটা হল, শুক্রবারই মুক্তি পেতে চলেছে জন আব্রাহম, জ্যাকেলিন ও বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘ঢিশুম’ ৷ আর এই ছবির একটি চুম্বন দৃশ্যই এখন ইন্টারনেটে ভাইরাল ৷ আর সেই চুমুটাই হল ‘স্পাইডার কিস’ !
এই চুমুর সঙ্গে মাকড়শার কোনও সম্পর্ক নেই ৷ বরং জড়িতে আছেন স্পাইডারম্যান ! হলিউডের স্পাইডারম্যান ছবিতে, নায়িকাকে ঠিক যেভাবে উল্টে ঝুলে চুমু খেয়েছিলেন স্পাইডারম্যান, ‘ঢিশুম’ ছবিতেও ঠিক এইরকমই চুমু বরুণ খাবেন জ্যাকেলিনকে !
advertisement
advertisement
ছবির প্রোমোশনে এসে বরুণ জানালেন, ‘জ্যাকেলিনকে চুমু খাওয়ার দৃশ্যটা শ্যুটিং করতে খুব কষ্ট হয়েছিল ৷ বহুবার টেক দিয়েই তবেই পারফেক্ট শট এসেছিল ৷ কিন্তু অভিজ্ঞতাটা অসাধারণ !’
শুধু জ্যাকেলিন নয়, ছবিতে পরিণীতি চোপড়াকেও চুমু খেয়েছেন বরুণ ধাওয়ান ৷ রসিকতা করে বরুণ বলেছেন, ‘দুটো চুমুই অসাধারণ ! থ্যাংক ইউ গার্লস’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2016 8:04 PM IST